বাউফলে পরিবার পরিকল্পনা পরিদর্শকের ওপর হামলা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২১, ২৩: ২৫

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাঁর নাম মো. হেলাল উদ্দিন (৩২)। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙা সেতু এলাকায় হামলার ঘটনাটি ঘটে। 

জানা গেছে, হেলাল উদ্দিন নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের বাসিন্দা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক। এছাড়া তিনি আদাবাড়িয়া ও কনকদিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকের অতিরিক্ত দায়িত্বে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যায় হেলাল উদ্দিন বাড়ি থেকে স্থানীয় নগরের হাটে যাওয়ার সময় ভাঙা সেতু এলাকায় পৌঁছালে নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির মৃধার (৩৫) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা চালায়। তাঁরা হেলালকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা গেছে, হেলালের বড় ভাই মো. আবুল কালাম নওমালা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাই কবির মৃধার সঙ্গে তাঁর আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগ নেতা কবির মৃধা।

এ হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।  

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত