ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে হত্যা মামলায় দ্বিতীয় আসামি ও সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার উজ্জ্বল হোসেনক খানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজ রোববার দুপুর ১টায় আসামি উজ্জ্বল ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার আবেদনটি নাকচ করে উজ্জ্বলকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা জানায়, গত ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রনমতি গ্রামের শেখ সত্তারের ছেলে দিনমজুর মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি রনমতী বাজারে ঘটেছিল। রাতেই আহত মিরাজকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পরদিন সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ইউপি মেম্বার নজরুল ইসলাম এবং উজ্জ্বল হোসেন জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন।
এ মামলার আরেক আসামি আকবর হোসেন জেল হাজতে থাকলেও ১ নম্বর আসামি ইউপি সদস্য নজরুল ইসলাম উচ্চ আদালতের জামিনে ছিলেন।
ঝালকাঠিতে হত্যা মামলায় দ্বিতীয় আসামি ও সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার উজ্জ্বল হোসেনক খানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজ রোববার দুপুর ১টায় আসামি উজ্জ্বল ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার আবেদনটি নাকচ করে উজ্জ্বলকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা জানায়, গত ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রনমতি গ্রামের শেখ সত্তারের ছেলে দিনমজুর মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি রনমতী বাজারে ঘটেছিল। রাতেই আহত মিরাজকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পরদিন সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ইউপি মেম্বার নজরুল ইসলাম এবং উজ্জ্বল হোসেন জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন।
এ মামলার আরেক আসামি আকবর হোসেন জেল হাজতে থাকলেও ১ নম্বর আসামি ইউপি সদস্য নজরুল ইসলাম উচ্চ আদালতের জামিনে ছিলেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে