লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদীতে ইউপি সদস্য ওমর ফারুককে হত্যা মামলায় মো. আমিন (৩৭) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের বশির উল্যার ছেলে। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন তিনি।
মৃত ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ মার্চ রাত সোয়া ১০টার দিকে শ্যামগঞ্জের পাটওয়ারী হাটবাজার থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য ওমর ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আমির হোসেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নোয়াখালীর হাসপাতালে নিয়ে গেলে ওই দিন রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় ১ এপ্রিল ওমর ফারুকের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় পুলিশ মো. আমিনকে গ্রেপ্তার করেছে।
পরবর্তী সময়ে ২০১৮ সালের ১১ মে আদালতে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিন। তদন্ত প্রতিবেদনে মামলার তৃতীয় আসামি মো. আমিনকে একক অভিযুক্ত করে এবং বাকি আসামিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় মর্মে উল্লেখ করেন তিনি।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা মেম্বার ওমর ফারুককে হত্যা করেছেন। পুলিশ আমিন নামে একজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আদালতের বিচারক পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদীতে ইউপি সদস্য ওমর ফারুককে হত্যা মামলায় মো. আমিন (৩৭) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের বশির উল্যার ছেলে। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন তিনি।
মৃত ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ মার্চ রাত সোয়া ১০টার দিকে শ্যামগঞ্জের পাটওয়ারী হাটবাজার থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য ওমর ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আমির হোসেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নোয়াখালীর হাসপাতালে নিয়ে গেলে ওই দিন রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় ১ এপ্রিল ওমর ফারুকের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় পুলিশ মো. আমিনকে গ্রেপ্তার করেছে।
পরবর্তী সময়ে ২০১৮ সালের ১১ মে আদালতে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিন। তদন্ত প্রতিবেদনে মামলার তৃতীয় আসামি মো. আমিনকে একক অভিযুক্ত করে এবং বাকি আসামিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় মর্মে উল্লেখ করেন তিনি।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা মেম্বার ওমর ফারুককে হত্যা করেছেন। পুলিশ আমিন নামে একজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আদালতের বিচারক পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে