প্রতিনিধি, মহেশখালী (চট্টগ্রাম)
উনিশ বছর আগে এক কিশোরীকে অপহরণের মামলায় দুই ভাইকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন কক্সবাজার নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোসলেহ উদ্দিন। এ মামলায় অভিযুক্ত আরও ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, মহেশখালীর সিকদারপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলাম সওদাগরের ছেলে আবদুর রাজ্জাক (৪২) ও ডা. নুরুল আমিনের ছেলে আতা উল্লাহ (৪৩)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
এ বিষয়ে নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ২০০২ সালে কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী এলাকার এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান ওই দুজন। সেখানে কয়েক দিন রাখার পর আবার কক্সবাজার ফিরে আনেন। এর মধ্যে একদিন অপহৃত কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে।
পরে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাজাপ্রাপ্ত দুই জনসহ আরও ৬-৭ জনের নাম উল্লেখ করা হয়।
বদিউল আলম সিকদার আরও বলেন, তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। বিচারকার্য শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন।
উনিশ বছর আগে এক কিশোরীকে অপহরণের মামলায় দুই ভাইকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন কক্সবাজার নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোসলেহ উদ্দিন। এ মামলায় অভিযুক্ত আরও ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, মহেশখালীর সিকদারপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলাম সওদাগরের ছেলে আবদুর রাজ্জাক (৪২) ও ডা. নুরুল আমিনের ছেলে আতা উল্লাহ (৪৩)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
এ বিষয়ে নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ২০০২ সালে কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী এলাকার এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান ওই দুজন। সেখানে কয়েক দিন রাখার পর আবার কক্সবাজার ফিরে আনেন। এর মধ্যে একদিন অপহৃত কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে।
পরে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাজাপ্রাপ্ত দুই জনসহ আরও ৬-৭ জনের নাম উল্লেখ করা হয়।
বদিউল আলম সিকদার আরও বলেন, তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। বিচারকার্য শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে