তেজগাঁও থেকে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, উত্তরা থেকে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ১৫: ৫২
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৬: ২৯

রাজধানীর তেজগাঁও থেকে তিন বছরের শিশুকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণের অভিযোগে আব্দুল আজিজ (২৬) নামের এক অপহরণকারীকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফজলুল হক।

তিনি জানান, তেজগাঁওয়ের নাখালপাড়া থেকে গতকাল সোমবার শিশু আমিরা আবেদীন শিফা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবারকে জানানো হয়। সেই সঙ্গে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। টাকা না পেলে শিশুটিকে হত্যা করা হবে। পরে শিশুটির মা র‍্যাব-২-এ অভিযোগ দেন।

সিনিয়র এএসপি ফজলুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর চার ঘণ্টার মধ্যে রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে অক্ষত অবস্থা উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণকারী আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অপহরণকারীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা জানান, শিশুটিকে পড়ানোর সুবাদে ওই বাড়িতে যাতায়াত করতেন আজিজ। শিশুটির পারিবারিক অর্থ-সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহ করে পূর্বপরিকল্পনা অনুযায়ী অপহরণ করেন।

সিনিয়র এএসপি ফজলুল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আজ তেজগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত