উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মহাসড়কে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হন সালাম মাতবর। গ্রেপ্তারের পর তিনি জেলখানায় গড়ে তোলেন ডাকাত দল। তারপর জামিনে বেরিয়ে ফের শুরু করেন মহাসড়কে ডাকাতি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ বুধবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
এর আগে উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে মঙ্গলবার গভীর রাতে মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের মূল হোতা সালাম মাতবরসহ (৫৩) তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা হলেন ইকরাম আলী মুন্সি (৩৮) ও শাহীন আলম ওরফে প্রকাশ আলম (২৪)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাকু জব্দ করা হয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই মহাসড়কের ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাঁরা গাড়ি ভাড়া করে মহাসড়কে ডাকাতি করতেন। গ্রেপ্তার হওয়া ডাকাত চক্রের মূল হোতা সালামের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা রয়েছে। বাকি দুজনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
ওসি বলেন, ‘এসব মামলায় জেলে থাকার সময়ই বাকি ডাকাতদের সঙ্গে সালামের পরিচয় হয়। তখনই তাঁদের নিয়ে এই ডাকাত দল গঠন করেন সালাম। তাঁরা বিভিন্ন গ্যারেজ থেকে প্রথমে গাড়ি ভাড়া করেন। এরপর প্রবাসীদের টার্গেট করেন।’
ওসি আরও বলেন, যেসব প্রবাসী একা আসেন বা সঙ্গে শুধু নারী থাকেন, তাঁদের যাত্রী হিসেবে গাড়িতে তুলে নিত ডাকাত চক্রটি। পরে নির্জন কোনো স্থানে নিয়ে চাকু, ছুরির ভয় দেখিয়ে সব লুটে নিত। এ ছাড়া ডাকাত চক্রটি রাতে মহাসড়কে অবস্থান করে। এরপর প্রাইভেট কার বা সিএনজিচালিত গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সব কেড়ে নিত।
ওসি মহসীন বলেন, এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মহাসড়কে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হন সালাম মাতবর। গ্রেপ্তারের পর তিনি জেলখানায় গড়ে তোলেন ডাকাত দল। তারপর জামিনে বেরিয়ে ফের শুরু করেন মহাসড়কে ডাকাতি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ বুধবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
এর আগে উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে মঙ্গলবার গভীর রাতে মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের মূল হোতা সালাম মাতবরসহ (৫৩) তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা হলেন ইকরাম আলী মুন্সি (৩৮) ও শাহীন আলম ওরফে প্রকাশ আলম (২৪)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাকু জব্দ করা হয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই মহাসড়কের ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাঁরা গাড়ি ভাড়া করে মহাসড়কে ডাকাতি করতেন। গ্রেপ্তার হওয়া ডাকাত চক্রের মূল হোতা সালামের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা রয়েছে। বাকি দুজনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
ওসি বলেন, ‘এসব মামলায় জেলে থাকার সময়ই বাকি ডাকাতদের সঙ্গে সালামের পরিচয় হয়। তখনই তাঁদের নিয়ে এই ডাকাত দল গঠন করেন সালাম। তাঁরা বিভিন্ন গ্যারেজ থেকে প্রথমে গাড়ি ভাড়া করেন। এরপর প্রবাসীদের টার্গেট করেন।’
ওসি আরও বলেন, যেসব প্রবাসী একা আসেন বা সঙ্গে শুধু নারী থাকেন, তাঁদের যাত্রী হিসেবে গাড়িতে তুলে নিত ডাকাত চক্রটি। পরে নির্জন কোনো স্থানে নিয়ে চাকু, ছুরির ভয় দেখিয়ে সব লুটে নিত। এ ছাড়া ডাকাত চক্রটি রাতে মহাসড়কে অবস্থান করে। এরপর প্রাইভেট কার বা সিএনজিচালিত গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সব কেড়ে নিত।
ওসি মহসীন বলেন, এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে