প্রতিনিধি
সাভার (ঢাকা): সাভারের পৃথক দুই ফসলের খেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুরিয়া গ্রামের পাশাপাশি আলাদা পাট ও ধইঞ্চা খেত থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয়রাও তাঁদের দেখে পরিচয় নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় কয়েকজন জানান, খবর পেয়ে ঘটনাস্থল তাঁরা দেখতে এসেছেন। তবে নিহত যুবকদের তাঁরা আগে এই গ্রামে কখনো দেখেননি। খেত থেকে গ্রামের বসতির দূরত্ব বেশি হওয়ায় তাঁদের চোখে কিছু পড়েনি।
সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, হারুরিয়া গ্রামের ওই খেত দুটিতে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শার্ট-প্যান্ট পরা দুই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুজনের বয়সই ২৫-৩০–এর মধ্যে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর ওই স্থানে ফেলে রেখে যায়। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খবর পেয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সাভার মডেল থানা-পুলিশ জানিয়েছে, হত্যার শিকার ওই দুই যুবকের পরিচয় শনাক্তসহ হত্যার কারণ জানতে অনুসন্ধান চলছে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার (ঢাকা): সাভারের পৃথক দুই ফসলের খেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুরিয়া গ্রামের পাশাপাশি আলাদা পাট ও ধইঞ্চা খেত থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয়রাও তাঁদের দেখে পরিচয় নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় কয়েকজন জানান, খবর পেয়ে ঘটনাস্থল তাঁরা দেখতে এসেছেন। তবে নিহত যুবকদের তাঁরা আগে এই গ্রামে কখনো দেখেননি। খেত থেকে গ্রামের বসতির দূরত্ব বেশি হওয়ায় তাঁদের চোখে কিছু পড়েনি।
সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, হারুরিয়া গ্রামের ওই খেত দুটিতে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শার্ট-প্যান্ট পরা দুই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুজনের বয়সই ২৫-৩০–এর মধ্যে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর ওই স্থানে ফেলে রেখে যায়। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খবর পেয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সাভার মডেল থানা-পুলিশ জানিয়েছে, হত্যার শিকার ওই দুই যুবকের পরিচয় শনাক্তসহ হত্যার কারণ জানতে অনুসন্ধান চলছে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে