সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার দুপুরে র্যাব-১১ এর সদর দপ্তরে কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অভিযুক্ত স্বামী হত্যার দায় স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ১৫ বছর আগে পারিবারিকভাবে নিহত আঁখির সঙ্গে সাইদুরের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত সাইদুর মাদকাসক্ত এবং বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। পারিবারিক কলহের জেরেই গত বৃহস্পতিবার রাতে আঁখিকে লোহার শিকলে বেঁধে সন্তানদের সামনে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে হত্যার পর পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম বাদী হয়ে সোনারগাঁ থানায় সাইদুলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তাঁদের ঘর থেকে ছেলেদের চিৎকার শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা। এ সময় হাত-পা বাঁধা, মুখ রক্তাক্ত ও থেঁতলানো অবস্থায় গৃহবধূ আঁখিকে দেখতে পান তাঁরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সাইদুর রহমান।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার দুপুরে র্যাব-১১ এর সদর দপ্তরে কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অভিযুক্ত স্বামী হত্যার দায় স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ১৫ বছর আগে পারিবারিকভাবে নিহত আঁখির সঙ্গে সাইদুরের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত সাইদুর মাদকাসক্ত এবং বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। পারিবারিক কলহের জেরেই গত বৃহস্পতিবার রাতে আঁখিকে লোহার শিকলে বেঁধে সন্তানদের সামনে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে হত্যার পর পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম বাদী হয়ে সোনারগাঁ থানায় সাইদুলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তাঁদের ঘর থেকে ছেলেদের চিৎকার শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা। এ সময় হাত-পা বাঁধা, মুখ রক্তাক্ত ও থেঁতলানো অবস্থায় গৃহবধূ আঁখিকে দেখতে পান তাঁরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সাইদুর রহমান।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে