হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুর্গম চর আজিমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরব আলীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, উভয় পক্ষের সংঘর্ষে মো. বিল্লাল হোসেনের ১০ সমর্থক এবং আরব আলীর ৫ সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হওয়ায় ১২ জনকে পাঠানো হয়েছে মানিকগঞ্জ সদর হাসপাতালে।
নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন বলেন, ‘আজ দুপুরে আমার সমর্থকেরা নির্বাচনী প্রচার প্রচারণা করতে গেলে প্রায় ৪০ / ৫০ জন বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে আরব আলীর সমর্থকেরা। হামলায় আমার ১০ জন সমর্থক গুরুতর আহত হয়েছেন।’
স্বতন্ত্র প্রার্থী আরব আলী বলেন, ‘গত কয়েক দিনে আমার সমর্থকদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বিল্লাল বাহিনী। আজ দুপুরের দিকে আমার সমর্থকেরা ভোটারদের বাড়িতে নির্বাচনী প্রচারণায় গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।’
এ বিষয়ে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিটন বলেন, ‘দুপুরের দিকে ১০ জন আহত রোগী এবং বিকেলের দিকে আরও ৫ জনসহ মোট ১৫ জন চিকিৎসা নিতে এসেছিল। এর মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুর্গম চর আজিমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরব আলীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, উভয় পক্ষের সংঘর্ষে মো. বিল্লাল হোসেনের ১০ সমর্থক এবং আরব আলীর ৫ সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হওয়ায় ১২ জনকে পাঠানো হয়েছে মানিকগঞ্জ সদর হাসপাতালে।
নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন বলেন, ‘আজ দুপুরে আমার সমর্থকেরা নির্বাচনী প্রচার প্রচারণা করতে গেলে প্রায় ৪০ / ৫০ জন বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে আরব আলীর সমর্থকেরা। হামলায় আমার ১০ জন সমর্থক গুরুতর আহত হয়েছেন।’
স্বতন্ত্র প্রার্থী আরব আলী বলেন, ‘গত কয়েক দিনে আমার সমর্থকদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বিল্লাল বাহিনী। আজ দুপুরের দিকে আমার সমর্থকেরা ভোটারদের বাড়িতে নির্বাচনী প্রচারণায় গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।’
এ বিষয়ে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিটন বলেন, ‘দুপুরের দিকে ১০ জন আহত রোগী এবং বিকেলের দিকে আরও ৫ জনসহ মোট ১৫ জন চিকিৎসা নিতে এসেছিল। এর মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে