নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফিট এলাকায় তল্লাশির নামে ট্রাক থামিয়ে চালককে অপহরণ ও সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০টি ড্রামে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।
সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের এই অভিযোগ এনেছেন সাভারের নামাবাজার এলাকার শাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদ।
ব্যবসায়ী শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি গ্রুপের মিল থেকে সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিল ট্রাকটি। পথে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল তল্লাশির নামে ট্রাকটি থামায়। ট্রাক থামানোর পর চালক মো. বাবুলকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে তারা। চালক কাগজপত্র দেখাতে গাড়ি থেকে নামলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালককে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা।
শামীম আরও জানান, সাভার নামা বাজার এলাকায় শাহিন এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সিটি গ্রুপের মিল থেকে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল নিয়ে চালক বাবুল ট্রাকটি নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর কোনো সহযোগী ছিল না।
এ বিষয়ে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আর ৩০০ ফিটের একটি অংশ খিলক্ষেত থানায় পড়েছে। তারা বিষয়টি জানতে পারে।’
এ বিষয়ে জানতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায় পড়েছে কি না, সেটাও দেখতে হবে।
এদিকে এ ঘটনায় মামলা দায়ের করতে সাভার থেকে শামীম আহমেদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।
রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফিট এলাকায় তল্লাশির নামে ট্রাক থামিয়ে চালককে অপহরণ ও সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০টি ড্রামে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।
সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের এই অভিযোগ এনেছেন সাভারের নামাবাজার এলাকার শাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদ।
ব্যবসায়ী শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি গ্রুপের মিল থেকে সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিল ট্রাকটি। পথে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল তল্লাশির নামে ট্রাকটি থামায়। ট্রাক থামানোর পর চালক মো. বাবুলকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে তারা। চালক কাগজপত্র দেখাতে গাড়ি থেকে নামলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালককে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা।
শামীম আরও জানান, সাভার নামা বাজার এলাকায় শাহিন এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সিটি গ্রুপের মিল থেকে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল নিয়ে চালক বাবুল ট্রাকটি নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর কোনো সহযোগী ছিল না।
এ বিষয়ে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আর ৩০০ ফিটের একটি অংশ খিলক্ষেত থানায় পড়েছে। তারা বিষয়টি জানতে পারে।’
এ বিষয়ে জানতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায় পড়েছে কি না, সেটাও দেখতে হবে।
এদিকে এ ঘটনায় মামলা দায়ের করতে সাভার থেকে শামীম আহমেদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে