নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক সপ্তাহ আগে ফেসবুকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এক শিক্ষকের সঙ্গে বিলকিস ওরফে তানিয়া নামে এক নারীর পরিচয় হয়। সেই সম্পর্ক বন্ধুত্বে গড়ায়। ওই নারীর সঙ্গে দেখা করতে খিলগাঁওয়ের রামপুরা বনশ্রীতে যান ওই শিক্ষক।
সেখানে গেলে একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন ওই নারীর সহযোগীরা। তখন ওই শিক্ষক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা এনে দেন। কিন্তু এরপরও তাঁকে ছাড়া হয়নি। এরপর খবর পেয়ে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) অভিযান চালিয়ে শিক্ষককে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় ওই চক্রের নারী সদস্যসহ পাঁচজনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন বিলকিস ওরফে তানিয়া, মো. বিপ্লব, ইব্রাহিম হোসেন রাজু, লিংকন খলিফা ও আমির শেখ। তাঁদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, নগদ অর্থ, লাঠি, হাতুড়ি ও রশি উদ্ধার করা হয়েছে।
এটিইউর পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ৫ অক্টোবর সকালে ওই শিক্ষক দক্ষিণ বনশ্রীতে যান। তখন তানিয়া বাউবিতে ভর্তির বিষয়ে কথা বলতে চান। শিক্ষককে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী ১০তলা মার্কেটের সামনে ডেকে নেন তানিয়া। শিক্ষক সেখানে গেলে তানিয়া তাঁদের বাসায় যেতে বলেন। তিনি বাসায় যান। বাসায় যাওয়ার পর তানিয়ার সহযোগীরা তাঁকে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে আটকে রাখে। তাঁর হাত-পা বেঁধে লাঠি ও হাতুড়ি দিয়ে মারধর করে। নগ্ন করে ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগীকে পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ এনে দিতে বলে। শিক্ষক তাঁর ভগ্নিপতির কাছ থেকে নিজের প্রয়োজনের কথা বলে দুই লাখ টাকা বিকাশে এনে দেন। এ ছাড়া শিক্ষকের পকেট থাকা ৩ হাজার টাকা ও বিকাশ অ্যাকাউন্টে থাকা ২০ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে তারা।
এসপি ছানোয়ার হোসেন আরও বলেন, টাকা দেওয়ার পরও শিক্ষকের ফোন বন্ধ থাকায় এবং তিনি বাসায় না ফেরায় ভগ্নিপতির সন্দেহ হয়। তিনি রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৬ অক্টোবর শিক্ষকের মোবাইল ফোন নম্বর থেকে আসা ফোন কলে আবার দুই লাখ পাঠাতে বলা হয়। তখন ভুক্তভোগীর ভগ্নিপতি বিকাশের মাধ্যমে ফের দুই দফায় মোট ৪৫ হাজার টাকা পাঠান।
মুক্তিপণের টাকা পাঠানোর পরও ওই শিক্ষক ফিরে না আসায় এবং আরও মুক্তিপণ দাবি করতে থাকায় ভুক্তভোগীর আত্মীয়স্বজন বিষয়টি অ্যান্টি টেররিজম ইউনিটকে জানান। ৬ অক্টোবর রাতে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী কাজীবাড়ি টিঅ্যান্ডটি টাওয়ার এলাকার একটি ফ্ল্যাট থেকে শিক্ষককে উদ্ধার করে এটিইউ। এ সময় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এক সপ্তাহ আগে ফেসবুকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এক শিক্ষকের সঙ্গে বিলকিস ওরফে তানিয়া নামে এক নারীর পরিচয় হয়। সেই সম্পর্ক বন্ধুত্বে গড়ায়। ওই নারীর সঙ্গে দেখা করতে খিলগাঁওয়ের রামপুরা বনশ্রীতে যান ওই শিক্ষক।
সেখানে গেলে একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন ওই নারীর সহযোগীরা। তখন ওই শিক্ষক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা এনে দেন। কিন্তু এরপরও তাঁকে ছাড়া হয়নি। এরপর খবর পেয়ে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) অভিযান চালিয়ে শিক্ষককে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় ওই চক্রের নারী সদস্যসহ পাঁচজনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন বিলকিস ওরফে তানিয়া, মো. বিপ্লব, ইব্রাহিম হোসেন রাজু, লিংকন খলিফা ও আমির শেখ। তাঁদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, নগদ অর্থ, লাঠি, হাতুড়ি ও রশি উদ্ধার করা হয়েছে।
এটিইউর পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ৫ অক্টোবর সকালে ওই শিক্ষক দক্ষিণ বনশ্রীতে যান। তখন তানিয়া বাউবিতে ভর্তির বিষয়ে কথা বলতে চান। শিক্ষককে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী ১০তলা মার্কেটের সামনে ডেকে নেন তানিয়া। শিক্ষক সেখানে গেলে তানিয়া তাঁদের বাসায় যেতে বলেন। তিনি বাসায় যান। বাসায় যাওয়ার পর তানিয়ার সহযোগীরা তাঁকে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে আটকে রাখে। তাঁর হাত-পা বেঁধে লাঠি ও হাতুড়ি দিয়ে মারধর করে। নগ্ন করে ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগীকে পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ এনে দিতে বলে। শিক্ষক তাঁর ভগ্নিপতির কাছ থেকে নিজের প্রয়োজনের কথা বলে দুই লাখ টাকা বিকাশে এনে দেন। এ ছাড়া শিক্ষকের পকেট থাকা ৩ হাজার টাকা ও বিকাশ অ্যাকাউন্টে থাকা ২০ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে তারা।
এসপি ছানোয়ার হোসেন আরও বলেন, টাকা দেওয়ার পরও শিক্ষকের ফোন বন্ধ থাকায় এবং তিনি বাসায় না ফেরায় ভগ্নিপতির সন্দেহ হয়। তিনি রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৬ অক্টোবর শিক্ষকের মোবাইল ফোন নম্বর থেকে আসা ফোন কলে আবার দুই লাখ পাঠাতে বলা হয়। তখন ভুক্তভোগীর ভগ্নিপতি বিকাশের মাধ্যমে ফের দুই দফায় মোট ৪৫ হাজার টাকা পাঠান।
মুক্তিপণের টাকা পাঠানোর পরও ওই শিক্ষক ফিরে না আসায় এবং আরও মুক্তিপণ দাবি করতে থাকায় ভুক্তভোগীর আত্মীয়স্বজন বিষয়টি অ্যান্টি টেররিজম ইউনিটকে জানান। ৬ অক্টোবর রাতে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী কাজীবাড়ি টিঅ্যান্ডটি টাওয়ার এলাকার একটি ফ্ল্যাট থেকে শিক্ষককে উদ্ধার করে এটিইউ। এ সময় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে