গাজীপুরে ১০৯ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ১৬: ০৫
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৬: ২৮

কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে ১০৯ কেজি গাঁজাসহ একজন কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান,২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫ টাকা জব্দ করা হয়। 

আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। 

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ফয়সাল মামুন (৩৮)। তিনি নোয়াখালী জেলার মো. সেলিমের ছেলে। 

জব্দকৃত মাদকপুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, কুমিল্লা থেকে একটি কাভার্ড ভ্যানে করে গাঁজার বড় একটি চালান ঢাকা হয়ে গাজীপুর মাওনার দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে আজ ভোরে র‍্যাব-১-এর একটি দল অভিযান চালায়। অভিযানে তারা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় শাহিন চায়ের দোকানের সামনে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে সন্দেহজনক কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১০৯ কেজি গাঁজা জব্দ ও ফয়সালকে আটক করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা কেনাবেচা করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত