নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতসহ পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মাৎ কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তাঁর বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ই-মেকার্স-এর কর্মকর্তা নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম, ঢাকার পিকাসো রেস্তোরাঁর মালিক রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাফিক এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
রায় ঘোষণায় ট্রাইব্যুনাল বলেন, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসামিদের বেকসুর খালাস দেওয়া হলো । ট্রাইব্যুনাল আরও বলেন, মিথ্যাভাবে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এই মামলা করা হয়েছে। আদালতের সময় নষ্ট করা হয়েছে। ঘটনার ৩৮ দিন পর যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার বিষয়বস্তু সন্দেহের সৃষ্টি করে। ঘটনাস্থলের কোনো সাক্ষী ধর্ষণের ঘটনা ঘটার কোনো বক্তব্য ট্রাইব্যুনালে প্রদান করেননি।
রায় ঘোষণার সময় পাঁচ আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে আসামিদের দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশও দেন ট্রাইব্যুনাল।
গত ৩ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ওই দিন মামলায় জামিনে থাকা পাঁচ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ১২ অক্টোবর রায়ের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু বিচারক ছুটিতে থাকায় ওই দিন রায় ঘোষণা না করে ২৭ অক্টোবর নতুন তারিখ ধার্য করা হয়। ওই দিনও আদালতের কার্যক্রম বন্ধ থাকায় রায় ঘোষণা করা হয়নি। পরে ১১ নভেম্বর তারিখ ধার্য করা হয়।
গত ৫ সেপ্টেম্বর এ মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়। এর আগে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
২০১৮ সালের ১৩ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে ১৯ জুন তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই বছরের ৮ জুন আদালতে পাঁচ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
ধর্ষণের ঘটনার ৪০ দিন পর ২০১৭ সালের ৬ মে বনানী থানায় পাঁচজনকে আসামি করে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন ধর্ষণের শিকার হওয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার এজাহারে বলা হয়, সাফাতের জন্মদিনের পার্টিতে অংশ নিতে গিয়ে ধর্ষণের শিকার হন তাঁরা। বনানীর দ্য রেইনট্রি হোটেলের দুটি কক্ষে আটকে রেখে তাঁদের ধর্ষণ করা হয়। ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তাঁর বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটকে রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও গালাগাল করেন তাঁরা। বাদী ও তাঁর বান্ধবীকে পৃথক কক্ষে নিয়ে যান আসামিরা। বাদীকে সাফাত আহমেদ ও তাঁর বান্ধবীকে নাঈম আশরাফ ধর্ষণ করেন। অন্যরা ধর্ষণে সহযোগিতা করেন। তদন্তকালীন এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ধর্ষণের কথা স্বীকার করেন আসামিরা।
বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতসহ পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মাৎ কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তাঁর বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ই-মেকার্স-এর কর্মকর্তা নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম, ঢাকার পিকাসো রেস্তোরাঁর মালিক রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাফিক এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
রায় ঘোষণায় ট্রাইব্যুনাল বলেন, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসামিদের বেকসুর খালাস দেওয়া হলো । ট্রাইব্যুনাল আরও বলেন, মিথ্যাভাবে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এই মামলা করা হয়েছে। আদালতের সময় নষ্ট করা হয়েছে। ঘটনার ৩৮ দিন পর যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার বিষয়বস্তু সন্দেহের সৃষ্টি করে। ঘটনাস্থলের কোনো সাক্ষী ধর্ষণের ঘটনা ঘটার কোনো বক্তব্য ট্রাইব্যুনালে প্রদান করেননি।
রায় ঘোষণার সময় পাঁচ আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে আসামিদের দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশও দেন ট্রাইব্যুনাল।
গত ৩ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ওই দিন মামলায় জামিনে থাকা পাঁচ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ১২ অক্টোবর রায়ের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু বিচারক ছুটিতে থাকায় ওই দিন রায় ঘোষণা না করে ২৭ অক্টোবর নতুন তারিখ ধার্য করা হয়। ওই দিনও আদালতের কার্যক্রম বন্ধ থাকায় রায় ঘোষণা করা হয়নি। পরে ১১ নভেম্বর তারিখ ধার্য করা হয়।
গত ৫ সেপ্টেম্বর এ মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়। এর আগে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
২০১৮ সালের ১৩ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে ১৯ জুন তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই বছরের ৮ জুন আদালতে পাঁচ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
ধর্ষণের ঘটনার ৪০ দিন পর ২০১৭ সালের ৬ মে বনানী থানায় পাঁচজনকে আসামি করে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন ধর্ষণের শিকার হওয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার এজাহারে বলা হয়, সাফাতের জন্মদিনের পার্টিতে অংশ নিতে গিয়ে ধর্ষণের শিকার হন তাঁরা। বনানীর দ্য রেইনট্রি হোটেলের দুটি কক্ষে আটকে রেখে তাঁদের ধর্ষণ করা হয়। ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তাঁর বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটকে রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও গালাগাল করেন তাঁরা। বাদী ও তাঁর বান্ধবীকে পৃথক কক্ষে নিয়ে যান আসামিরা। বাদীকে সাফাত আহমেদ ও তাঁর বান্ধবীকে নাঈম আশরাফ ধর্ষণ করেন। অন্যরা ধর্ষণে সহযোগিতা করেন। তদন্তকালীন এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ধর্ষণের কথা স্বীকার করেন আসামিরা।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে