মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে নিখোঁজ হওয়ার আট দিন পর নবম শ্রেণির এক ছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাকে উদ্ধারের সময় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সান তারক দাস (২৫) মনিরামপুর পৌর শহরের মোহনপুরের হরলাল দাসের ছেলে। গত শুক্রবার তাঁর বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন ওই ছাত্রীর স্কুলশিক্ষক বাবা।
মামলা সূত্রে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন তারক দাস। বাদী বিষয়টি যুবকের অভিভাবককে জানিয়ে প্রতিকার পাননি। গত সোমবার স্কুলে আসার পথে পৌর এলাকা থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী।
আজ মঙ্গলবার সকালে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে চায়নি বাদীপক্ষ।
মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে ওই যুবক ও স্কুলছাত্রীর অবস্থান বের করে গতকাল সোমবার আমরা টঙ্গী পশ্চিম থানায় যাই। এরপর সেখান থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অভিযানে গেলে সেখানে একটি বাজারে তাদের দুজনকে একসঙ্গে পাওয়া যায়। আজ ভোরে আমরা ছেলে ও মেয়েকে নিয়ে মনিরামপুরে পৌঁছেছি।’
এএসআই সোহেল রানা বলেন, নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় মেয়েটিকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তারক দাস। গতকাল সোমবার সন্ধ্যায় তারা ওই বাসা থেকে ঘুরতে বের হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘ঘটনা শোনার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। গত শুক্রবার মামলা পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবককে আজ আদালতে পাঠানো হবে।’
যশোরের মনিরামপুরে নিখোঁজ হওয়ার আট দিন পর নবম শ্রেণির এক ছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাকে উদ্ধারের সময় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সান তারক দাস (২৫) মনিরামপুর পৌর শহরের মোহনপুরের হরলাল দাসের ছেলে। গত শুক্রবার তাঁর বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন ওই ছাত্রীর স্কুলশিক্ষক বাবা।
মামলা সূত্রে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন তারক দাস। বাদী বিষয়টি যুবকের অভিভাবককে জানিয়ে প্রতিকার পাননি। গত সোমবার স্কুলে আসার পথে পৌর এলাকা থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী।
আজ মঙ্গলবার সকালে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে চায়নি বাদীপক্ষ।
মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে ওই যুবক ও স্কুলছাত্রীর অবস্থান বের করে গতকাল সোমবার আমরা টঙ্গী পশ্চিম থানায় যাই। এরপর সেখান থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অভিযানে গেলে সেখানে একটি বাজারে তাদের দুজনকে একসঙ্গে পাওয়া যায়। আজ ভোরে আমরা ছেলে ও মেয়েকে নিয়ে মনিরামপুরে পৌঁছেছি।’
এএসআই সোহেল রানা বলেন, নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় মেয়েটিকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তারক দাস। গতকাল সোমবার সন্ধ্যায় তারা ওই বাসা থেকে ঘুরতে বের হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘ঘটনা শোনার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। গত শুক্রবার মামলা পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবককে আজ আদালতে পাঠানো হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে