কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আরও তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। তাঁদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদগ্রাম চরপাড়া মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান মন্ডল চাঁদগ্রামের ওমর আলী মন্ডলের ছেলে।
গুলিবিদ্ধরা হলেন চাঁদগ্রামের নিহতের ভাই আনিসুজ্জামান ইউনুস মন্ডল (৪৮), আব্দুল খাল্লেক (৪৫), বাদশা মন্ডল (৪২) এবং ওই গ্রামের আবু সাঈদের ছেলে আবু বক্কার কুব্বাত (৩৫)। এর মধ্যে আহত কুব্বাতের পায়ের রগ কেটে যাওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাদঁগ্রাম চরপাড়ায় মাঠে ঘাস কাটতে যান আবু বক্কার। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করে তাঁর পায়ে কোপ দেয়। এ ঘটনা দেখে আনিসুজ্জামান ইউনুস মন্ডল, আব্দুল খাল্লেক, বাদশা মন্ডল ও সিদ্দিকুর রহমান মন্ডল ঘটনাস্থলে যান। তখন প্রতিপক্ষের একজন কাছ থেকে গুলি ছুড়লে চারজন আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিদ্দিকুর রহমানসহ আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুক্ষণ পর গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান মারা যান।
এদিকে জাসদের লোকজন হামলা করে হত্যা করেছে বলে নিহতের ভাই আবু বক্কার কুব্বাত দাবি করেছেন। তিনি বলেন, ‘চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে জাসদ এ হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে আমার ভাই সিদ্দিকুর রহমান মারা গেছে। আমরা তিন ভাই গুলিবিদ্ধ হয়েছি। কুব্বাতের পায়ে কোপ লেগেছে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ‘দলীয় নয়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালায়।’
এ বিষয়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও চাঁদ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জাসদকে জড়ানোর জন্য একটি পক্ষ রাজনৈতিক অপকৌশল চালাচ্ছে। এটি গোষ্ঠীগত কোন্দল। এ ধরনের কোন্দল এই এলাকায় ৫০ বছর ধরে চলে আসছে। গোষ্ঠীর কোন্দলে ইতিপূর্বে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।’
পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আরও তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। তাঁদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদগ্রাম চরপাড়া মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান মন্ডল চাঁদগ্রামের ওমর আলী মন্ডলের ছেলে।
গুলিবিদ্ধরা হলেন চাঁদগ্রামের নিহতের ভাই আনিসুজ্জামান ইউনুস মন্ডল (৪৮), আব্দুল খাল্লেক (৪৫), বাদশা মন্ডল (৪২) এবং ওই গ্রামের আবু সাঈদের ছেলে আবু বক্কার কুব্বাত (৩৫)। এর মধ্যে আহত কুব্বাতের পায়ের রগ কেটে যাওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাদঁগ্রাম চরপাড়ায় মাঠে ঘাস কাটতে যান আবু বক্কার। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করে তাঁর পায়ে কোপ দেয়। এ ঘটনা দেখে আনিসুজ্জামান ইউনুস মন্ডল, আব্দুল খাল্লেক, বাদশা মন্ডল ও সিদ্দিকুর রহমান মন্ডল ঘটনাস্থলে যান। তখন প্রতিপক্ষের একজন কাছ থেকে গুলি ছুড়লে চারজন আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিদ্দিকুর রহমানসহ আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুক্ষণ পর গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান মারা যান।
এদিকে জাসদের লোকজন হামলা করে হত্যা করেছে বলে নিহতের ভাই আবু বক্কার কুব্বাত দাবি করেছেন। তিনি বলেন, ‘চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে জাসদ এ হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে আমার ভাই সিদ্দিকুর রহমান মারা গেছে। আমরা তিন ভাই গুলিবিদ্ধ হয়েছি। কুব্বাতের পায়ে কোপ লেগেছে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ‘দলীয় নয়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালায়।’
এ বিষয়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও চাঁদ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জাসদকে জড়ানোর জন্য একটি পক্ষ রাজনৈতিক অপকৌশল চালাচ্ছে। এটি গোষ্ঠীগত কোন্দল। এ ধরনের কোন্দল এই এলাকায় ৫০ বছর ধরে চলে আসছে। গোষ্ঠীর কোন্দলে ইতিপূর্বে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।’
পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে