চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে রুম্মান (৩১) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। রুম্মান বালুর ব্যবসা করতেন এবং যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পটোয়ারীর ছেলে রুম্মান। তাঁদের স্থায়ী নিবাস চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামে। রুম্মান অস্ত্র, মাদক, বিস্ফোরকদ্রব্যসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবক আহত হয়েছেন। তিনি একই এলাকার আব্দুর রহমান বাবুর ছেলে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই চৌগাছার স্বরূপদাহ গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম এবং একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১১টার দিকে রুম্মান ও আরিফ পুরাতন কসবা কাঁঠালতলায় বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতায় একই এলাকার সাত-আটজন তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আর তাঁর গাড়িচালক শাকিল আহত হন।
ফখরুল ইসলাম বলেন, রুম্মান ছোটবেলায় মাকে হারান। দুই বোন ও এক ভাই তাঁর। তিন বছর প্রবাসে থেকে বছর দেড়েক আগে রুম্মান দেশে ফিরে বিয়ে করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, গুরুতর আহত অবস্থায় রুম্মান ও শাকিলকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। রাত পৌনে ১২টার দিকে রুম্মান মারা যান। তিনি বলেন, শাকিলের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুম্মান যশোর জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার পক্ষে রাজনীতি করতেন। তবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সঙ্গে রুম্মানসহ তাঁর পক্ষের লোকজনের বিরোধ ছিল। তারই জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে প্রতিপক্ষের ৮-১০ ব্যক্তি রুম্মানকে কুপিয়ে হত্যা করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, একই পক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন রুম্মান। আসামি আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে। কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তদন্তের স্বার্থে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ইয়াসিন আরাফাত (৩০) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় শহরের বেজপাড়া ব্রাদার্স ক্লাবের মধ্যে তাঁকে হত্যা করা হয়। ইয়াসিন আরাফাত শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে।
যশোরে রুম্মান (৩১) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। রুম্মান বালুর ব্যবসা করতেন এবং যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পটোয়ারীর ছেলে রুম্মান। তাঁদের স্থায়ী নিবাস চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামে। রুম্মান অস্ত্র, মাদক, বিস্ফোরকদ্রব্যসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবক আহত হয়েছেন। তিনি একই এলাকার আব্দুর রহমান বাবুর ছেলে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই চৌগাছার স্বরূপদাহ গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম এবং একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১১টার দিকে রুম্মান ও আরিফ পুরাতন কসবা কাঁঠালতলায় বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতায় একই এলাকার সাত-আটজন তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আর তাঁর গাড়িচালক শাকিল আহত হন।
ফখরুল ইসলাম বলেন, রুম্মান ছোটবেলায় মাকে হারান। দুই বোন ও এক ভাই তাঁর। তিন বছর প্রবাসে থেকে বছর দেড়েক আগে রুম্মান দেশে ফিরে বিয়ে করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, গুরুতর আহত অবস্থায় রুম্মান ও শাকিলকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। রাত পৌনে ১২টার দিকে রুম্মান মারা যান। তিনি বলেন, শাকিলের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুম্মান যশোর জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার পক্ষে রাজনীতি করতেন। তবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সঙ্গে রুম্মানসহ তাঁর পক্ষের লোকজনের বিরোধ ছিল। তারই জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে প্রতিপক্ষের ৮-১০ ব্যক্তি রুম্মানকে কুপিয়ে হত্যা করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, একই পক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন রুম্মান। আসামি আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে। কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তদন্তের স্বার্থে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ইয়াসিন আরাফাত (৩০) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় শহরের বেজপাড়া ব্রাদার্স ক্লাবের মধ্যে তাঁকে হত্যা করা হয়। ইয়াসিন আরাফাত শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে