সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
যমুনা সার কারখানার বাণিজ্যিক শাখায় (বিক্রয় বিভাগ) কর্মরত ব্যবস্থাপক ওয়ায়েছুর রহমানের বিরুদ্ধে ২০ হাজার টন সার আত্মসাৎ, দায়িত্বে অবহেলা, অসদাচরণ, অসততা, চুরি, তহবিল তছরুপ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে গত ১৮ নভেম্বর বিসিআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শাহ মো. এমদাদুল হক স্বাক্ষরিত পত্রে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, যমুনা সার কারখানায় ২০১২ সাল থেকে বিক্রয় শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ওয়ায়েছুর রহমান। কারখানায় উৎপাদিত সারের গুদাম-১ ও আমদানি সারের গুদাম-২-সহ বিভিন্ন স্থানে রক্ষিত সারের ব্যাগ রক্ষণাবেক্ষণ ও বিতরণের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। দীর্ঘদিন দায়িত্ব পালনকালীন হঠাৎ করে তাঁর বিরুদ্ধে কারখানায় উৎপাদিত সারের মজুতের হিসাবে ২০ হাজার টন সারের গরমিলের অভিযোগ ওঠে। এর আর্থিক ক্ষতি দেখানো হয় ৩০ কোটি ২৬ লাখ ৬৩৬ টাকা। এ বিশাল অঙ্কের সার আত্মসাতের অভিযোগে বিসিআইসি গত ২৬ সেপ্টেম্বর ৬ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে।
এ কমিটি গত ২৯ সেপ্টেম্বর থেকে সরেজমিনে তদন্তকাজ শুরু করে। তদন্ত চলাকালে কারখানার গুদামে রক্ষিত উৎপাদিত সারের ব্যাগ ও বাল্ক স্টোরে লুজ সারের পরিমাপ করা হয়। গুদামে ও বাল্ক স্টোরে পরিমাপ শেষে ১৯ হাজার ১৩৩ দশমিক ১৩ টন সার ঘাটতি পাওয়া যায়। কারখানার বিক্রয় শাখার প্রধান ওয়ায়েছুর রহমানকে প্রায় ২০ হাজার টন সার আত্মসাতের দায়ে অভিযুক্ত করে তদন্ত কমিটি। এ ছাড়া ওয়ায়েছুর রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগও আনা হয়। তদন্ত শেষে ওয়ায়েছুর রহমান যোগসাজশ করে ২০ হাজার টন সার আত্মসাৎ করেছেন মর্মে প্রতিবেদন দাখিল করা হয়।
এ ব্যাপারে যমুনার বাণিজ্যিক শাখায় (বিক্রয় বিভাগ) কর্মরত ব্যবস্থাপক ওয়ায়েছুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জবাব দেননি।
কারখানার দায়িত্বরত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘কারখানার বিক্রয় বিভাগের প্রধান ওয়ায়েছুর রহমানের বিরুদ্ধে বিভাগীয়ভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
যমুনা সার কারখানার বাণিজ্যিক শাখায় (বিক্রয় বিভাগ) কর্মরত ব্যবস্থাপক ওয়ায়েছুর রহমানের বিরুদ্ধে ২০ হাজার টন সার আত্মসাৎ, দায়িত্বে অবহেলা, অসদাচরণ, অসততা, চুরি, তহবিল তছরুপ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে গত ১৮ নভেম্বর বিসিআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শাহ মো. এমদাদুল হক স্বাক্ষরিত পত্রে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, যমুনা সার কারখানায় ২০১২ সাল থেকে বিক্রয় শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ওয়ায়েছুর রহমান। কারখানায় উৎপাদিত সারের গুদাম-১ ও আমদানি সারের গুদাম-২-সহ বিভিন্ন স্থানে রক্ষিত সারের ব্যাগ রক্ষণাবেক্ষণ ও বিতরণের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। দীর্ঘদিন দায়িত্ব পালনকালীন হঠাৎ করে তাঁর বিরুদ্ধে কারখানায় উৎপাদিত সারের মজুতের হিসাবে ২০ হাজার টন সারের গরমিলের অভিযোগ ওঠে। এর আর্থিক ক্ষতি দেখানো হয় ৩০ কোটি ২৬ লাখ ৬৩৬ টাকা। এ বিশাল অঙ্কের সার আত্মসাতের অভিযোগে বিসিআইসি গত ২৬ সেপ্টেম্বর ৬ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে।
এ কমিটি গত ২৯ সেপ্টেম্বর থেকে সরেজমিনে তদন্তকাজ শুরু করে। তদন্ত চলাকালে কারখানার গুদামে রক্ষিত উৎপাদিত সারের ব্যাগ ও বাল্ক স্টোরে লুজ সারের পরিমাপ করা হয়। গুদামে ও বাল্ক স্টোরে পরিমাপ শেষে ১৯ হাজার ১৩৩ দশমিক ১৩ টন সার ঘাটতি পাওয়া যায়। কারখানার বিক্রয় শাখার প্রধান ওয়ায়েছুর রহমানকে প্রায় ২০ হাজার টন সার আত্মসাতের দায়ে অভিযুক্ত করে তদন্ত কমিটি। এ ছাড়া ওয়ায়েছুর রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগও আনা হয়। তদন্ত শেষে ওয়ায়েছুর রহমান যোগসাজশ করে ২০ হাজার টন সার আত্মসাৎ করেছেন মর্মে প্রতিবেদন দাখিল করা হয়।
এ ব্যাপারে যমুনার বাণিজ্যিক শাখায় (বিক্রয় বিভাগ) কর্মরত ব্যবস্থাপক ওয়ায়েছুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জবাব দেননি।
কারখানার দায়িত্বরত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘কারখানার বিক্রয় বিভাগের প্রধান ওয়ায়েছুর রহমানের বিরুদ্ধে বিভাগীয়ভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে