কামারখন্দে এক রাতে ১৪ দোকানে চুরি 

প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)
প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ১২: ৫৪
আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৩: ৩৮

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর বাজারে একই রাতে তিন প্রহরীকে বেঁধে রেখে ১৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা ও রায়দৌলতপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সারের ডিলার মালিক শেখ লুৎফর রহমান বলেন, আমার সারের দোকানসহ ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় আমার দোকান থেকে নগদ ৪ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়। 

এ ছাড়া নজরুল মোবাইল দোকান থেকে ৭০ হাজার টাকা, উমর ফারুক মুদির দোকান থেকে ৩ হাজার টাকা, খোকন কসমেটিকস দোকান থেকে ২ হাজার, রিপন স্বর্ণকার থেকে ২ হাজার, নাসির স্টেশনারি থেকে ২ হাজার, আনসার শেখ গার্মেন্টস দোকান থেকে ৩ হাজার, কুদ্দুস মুদির দোকান থেকে ৫ হাজার, শ্রী সুনীল হোটেল থেকে ১ হাজার, আজাদ খন্দকার স্যানিটারি দোকান থেকে ৩ হাজার, রফিক মোবাইলের দোকান ও মনি কসমেটিকস থেকে ৪ হাজার ৫০০ টাকা, রাসেল স্যানিটারি দোকান থেকে ৬ হাজার টাকা, আমিরুলের দোকান থেকে ৬ হাজার টাকাসহ মোট ১৪টি দোকান থেকে ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। 

কামারখন্দ থানার ওসি কে এম রাকিবুল হুদা চুরি বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গত রাতে চুরির ঘটনাটি ঘটেছে। মো. সজিব নামে প্রহরীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত