ফ্রুট সিরাপের নামে যৌন উত্তেজক ওষুধ তৈরি, ২ লাখ টাকা জরিমানা  

প্রতিনিধি, পাবনা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০৮: ৫৯

পাবনায় ফ্রুট সিরাপের নামে ক্ষতিকারক যৌন উত্তেজক সিরাপ তৈরি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে র‍্যাব ও জেলা প্রশাসন।

র‍্যাব-১২ পাবনা-সিরাজগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান বলেন, পাবনার জালালপুর বাজার সংলগ্ন মো. মাহাবুবুল আলমের মেসার্স এম. এস ল্যাবরেটরিজ ইউনানি এস এম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন নামে ক্ষতিকারক বেশ কিছু যৌন উত্তেজক সিরাপ পাওয়া যায়। ওই কারখানা ফ্রুট সিরাপের অনুমতি নিয়ে বিএসটিআই'র সিল ব্যবহার করে ওই সব সিরাপ তৈরি করত। এ সময় ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

মো. মুস্তাফিজুর রহমান আরও বলেন, পৌর এলাকার বেশ কয়েকটা ইউনানি কারখানায় অভিযান চালিয়ে তাঁদের ক্ষতিকারক কোন ওষুধ বা সিরাপ তৈরি না করার জন্য সতর্ক দেওয়া হয়েছে। 

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ণ আহম্মেদসহ পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের র‍্যাব সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত