নীলফামারীতে স্ত্রী ও পুত্রের হাতেই খুন হয়েছেন গৃহকর্তা

প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০২: ১৬
আপডেট : ১২ জুলাই ২০২১, ১১: ১২

নীলফামারীতে স্ত্রী ও পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে হোসেন আলী ওরফে জাদুকর (৫০) খুন হয়েছেন। বাড়ি বিক্রি করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের স্ত্রী সুফিয়া আকতার ও বড় ছেলে মতিয়ার রহমান পুলিশের কাছে প্রাথমিকভাবে এই স্বীকারোক্তি দিয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আলাল হোসেন বাদী হয়ে শনিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

পুলিশ জানায়, শনিবার দুপুরে শহরের মধ্য হাড়োয়া এলাকার নীলকুঞ্জপাড়ায় নিজ বাড়ি থেকে হোসেন আলী ওরফে জাদুকরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় নিহতের বাম হাতের কনুইয়ে ধারালো অস্ত্রের জখম দেখা গেছে। নিহত জাদুকর ওই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র। জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে সকালে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। এ সময় জাদুকরকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার এবং সন্দেহভাজন হিসেবে নিহতের স্ত্রী, দুই ছেলেসহ চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানা যান, সম্প্রতি প্রতিবেশী শাহিনুর আলমের কাছে সাড়ে ৯ লাখ টাকায় হোসেন আলী তাঁর বাড়িটি বিক্রি করেন। বাড়ি ও জমির ক্রেতা টাকা বুঝিয়ে দিলেও বাড়িটি রেজিস্ট্রি হয়নি এখনো। ক্রেতা শাহিনুর আলমকে গত শনিবার ওই বাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল। ক্রেতাকে বাড়ি ছেড়ে না দিয়ে টাকা আত্মসাতের লক্ষ্যে হোসেন আলীর স্ত্রী সুফিয়া বেগম, বড় ছেলে মতিয়ার রহমান পরামর্শ করেন। পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে হোসেন আলীর বাম হাত বিচ্ছিন্ন করে (কনুই থেকে) ঘরের বারান্দায় ফেলে রাখে। এরপর রক্তক্ষরণে হোসেন আলীর মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত  হওয়ার পর দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে এলাকায় প্রচারণা চালায়। ওই হত্যাকাণ্ড এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের পুরো বিষয়টিতে নেতৃত্ব দেন হোসেন আলীর স্ত্রী সুফিয়া বেগম। তিনি নিজেই ধারালো অস্ত্র দিয়ে কাটেন স্বামীর হাত। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদ-উন নবী জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত