কুড়িগ্রাম প্রতিনিধি
স্কুলপড়ুয়া দুই কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার সিদ্ধান্ত জানানো হয়। গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় জয়ন্ত কুমার মোহন্তকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা) বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা থেকে অব্যাহতি দেওয়া হলো।’
এর আগে গতকলা বিকেলে ভুক্তভোগী এক কিশোরের মা ও এক কিশোরের দাদা বাদী হয়ে ছাত্রলীগ নেতা জয়ন্তকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেন। পরে সন্ধ্যায় জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ। গত রোববার ছাত্রলীগ নেতা জয়ন্ত নিজ বাড়িতে ওই দুই কিশোরকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
অভিযুক্ত জয়ন্ত কুমার মোহন্ত ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের আগে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, ‘কারও ব্যক্তিগত অভিযোগের দায় সংগঠন নেবে না। জয়ন্তের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছে। এখন সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে আমরা তাঁকে দল থেকে অব্যাহতি দিয়েছি।’
স্কুলপড়ুয়া দুই কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার সিদ্ধান্ত জানানো হয়। গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় জয়ন্ত কুমার মোহন্তকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা) বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা থেকে অব্যাহতি দেওয়া হলো।’
এর আগে গতকলা বিকেলে ভুক্তভোগী এক কিশোরের মা ও এক কিশোরের দাদা বাদী হয়ে ছাত্রলীগ নেতা জয়ন্তকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেন। পরে সন্ধ্যায় জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ। গত রোববার ছাত্রলীগ নেতা জয়ন্ত নিজ বাড়িতে ওই দুই কিশোরকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
অভিযুক্ত জয়ন্ত কুমার মোহন্ত ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের আগে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, ‘কারও ব্যক্তিগত অভিযোগের দায় সংগঠন নেবে না। জয়ন্তের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছে। এখন সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে আমরা তাঁকে দল থেকে অব্যাহতি দিয়েছি।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে