অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বিক্রির জন্য রাখা পুরোনো জিনিসপত্র থেকে নামমাত্র মূল্যে কেনা হয়েছিল চিত্রকর্মটি। চার বছর ধরে গবেষণা করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, এটি বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা।
সম্প্রতি প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ১৮৮৯ সালে ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে থাকার সময় ভ্যান গগ এই পোর্ট্রেটটি এঁকেছিলেন। চিত্রকর্মটির ক্যানভাসের বুনন, রঙের রাসায়নিক গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে‘ এলএমআই গ্রুপ ইন্টারন্যাশনাল’ নামে একটি শিল্প গবেষণা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে এক প্রাচীন শিল্পসংগ্রাহক এটি কিনেছিলেন। চিত্রকর্মটির নিচের ডানদিকে ‘এলিমার’ নামে একটি শব্দ খোদাই করা আছে। ১৮ ইঞ্চি বাই ১৬.৫ ইঞ্চির ওই চিত্রকর্মটিতে দেখা যায়, একজন বৃদ্ধ জেলে পিপে মুখে দিয়ে মাছ ধরার জাল ঠিক করছেন।
বিশেষজ্ঞদের মতে, ভ্যান গগ এটি ডেনিশ শিল্পী মাইকেল অ্যাঙ্কারের (১৮৪৯-১৯২৭) একটি চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এঁকেছিলেন। তিনি প্রায় সময়ই অন্য শিল্পীদের কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজস্ব শৈলীতে চিত্র আঁকতেন।
গবেষকেরা ক্যানভাসে একটি চুলও খুঁজে পান এবং সেটি বিশ্লেষণের জন্য পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়—এটি একজন পুরুষের চুল। তবে এটিকে ভ্যান গগের বংশধরদের ডিএনএ-এর সঙ্গে মেলানো সম্ভব হয়নি। কারণ চুলটি অনেক বেশি পুরোনো ও ক্ষতিগ্রস্ত।
এত বিশদ গবেষণার পরও আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়ামের অনুমোদন পাওয়া এখনো বাকি রয়ে গেছে। ২০১৮ সালে আগের মালিক যখন চিত্রকর্মটি ভ্যান গগের বলে দাবি করেন, তখন ভ্যান গগ মিউজিয়াম এটিকে তাঁর চিত্রকর্ম হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। তবে এলএমআই গ্রুপ দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি ভ্যান গগের একটি আসল চিত্রকর্ম। সংস্থাটি ২০১৯ সালে মাত্র কয়েক শ ডলারের বিনিময়ে চিত্রকর্মটি কিনে নিয়েছিল।
ভ্যান গগ তাঁর জীবদ্দশায় প্রায় ৯০০টি চিত্রকর্ম এঁকেছিলেন। তিনি বাইপোলার ডিসঅর্ডার ও বর্ডারলাইন পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন। ১৮৮৮ সালে নিজের কান নিজেই কেটে ফেলার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৮৯০ সালে মাত্র ৩৭ বছর বয়সে আত্মহত্যা করেন।
এলএমআই গ্রুপ বলেছে, ‘ভ্যান গগের একটি নতুন চিত্রকর্ম আবিষ্কৃত হওয়া অস্বাভাবিক কিছু নয়।’ বলা হয়ে থাকে, ভ্যান গগ তাঁর অনেক কাজই হারিয়ে ফেলেছিলেন। অনেকগুলো চিত্রকর্ম বন্ধুদেরও দিয়ে দিয়েছিলেন। সংরক্ষণের প্রতি তিনি কিছুটা অমনোযোগী ছিলেন।
নতুন চিত্রকর্মটিকে ভ্যান গগের জীবনের শেষ ও সবচেয়ে অশান্ত সময়ের একটি গভীর ব্যক্তিগত চিত্রকর্ম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বিক্রির জন্য রাখা পুরোনো জিনিসপত্র থেকে নামমাত্র মূল্যে কেনা হয়েছিল চিত্রকর্মটি। চার বছর ধরে গবেষণা করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, এটি বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা।
সম্প্রতি প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ১৮৮৯ সালে ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে থাকার সময় ভ্যান গগ এই পোর্ট্রেটটি এঁকেছিলেন। চিত্রকর্মটির ক্যানভাসের বুনন, রঙের রাসায়নিক গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে‘ এলএমআই গ্রুপ ইন্টারন্যাশনাল’ নামে একটি শিল্প গবেষণা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে এক প্রাচীন শিল্পসংগ্রাহক এটি কিনেছিলেন। চিত্রকর্মটির নিচের ডানদিকে ‘এলিমার’ নামে একটি শব্দ খোদাই করা আছে। ১৮ ইঞ্চি বাই ১৬.৫ ইঞ্চির ওই চিত্রকর্মটিতে দেখা যায়, একজন বৃদ্ধ জেলে পিপে মুখে দিয়ে মাছ ধরার জাল ঠিক করছেন।
বিশেষজ্ঞদের মতে, ভ্যান গগ এটি ডেনিশ শিল্পী মাইকেল অ্যাঙ্কারের (১৮৪৯-১৯২৭) একটি চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এঁকেছিলেন। তিনি প্রায় সময়ই অন্য শিল্পীদের কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজস্ব শৈলীতে চিত্র আঁকতেন।
গবেষকেরা ক্যানভাসে একটি চুলও খুঁজে পান এবং সেটি বিশ্লেষণের জন্য পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়—এটি একজন পুরুষের চুল। তবে এটিকে ভ্যান গগের বংশধরদের ডিএনএ-এর সঙ্গে মেলানো সম্ভব হয়নি। কারণ চুলটি অনেক বেশি পুরোনো ও ক্ষতিগ্রস্ত।
এত বিশদ গবেষণার পরও আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়ামের অনুমোদন পাওয়া এখনো বাকি রয়ে গেছে। ২০১৮ সালে আগের মালিক যখন চিত্রকর্মটি ভ্যান গগের বলে দাবি করেন, তখন ভ্যান গগ মিউজিয়াম এটিকে তাঁর চিত্রকর্ম হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। তবে এলএমআই গ্রুপ দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি ভ্যান গগের একটি আসল চিত্রকর্ম। সংস্থাটি ২০১৯ সালে মাত্র কয়েক শ ডলারের বিনিময়ে চিত্রকর্মটি কিনে নিয়েছিল।
ভ্যান গগ তাঁর জীবদ্দশায় প্রায় ৯০০টি চিত্রকর্ম এঁকেছিলেন। তিনি বাইপোলার ডিসঅর্ডার ও বর্ডারলাইন পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন। ১৮৮৮ সালে নিজের কান নিজেই কেটে ফেলার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৮৯০ সালে মাত্র ৩৭ বছর বয়সে আত্মহত্যা করেন।
এলএমআই গ্রুপ বলেছে, ‘ভ্যান গগের একটি নতুন চিত্রকর্ম আবিষ্কৃত হওয়া অস্বাভাবিক কিছু নয়।’ বলা হয়ে থাকে, ভ্যান গগ তাঁর অনেক কাজই হারিয়ে ফেলেছিলেন। অনেকগুলো চিত্রকর্ম বন্ধুদেরও দিয়ে দিয়েছিলেন। সংরক্ষণের প্রতি তিনি কিছুটা অমনোযোগী ছিলেন।
নতুন চিত্রকর্মটিকে ভ্যান গগের জীবনের শেষ ও সবচেয়ে অশান্ত সময়ের একটি গভীর ব্যক্তিগত চিত্রকর্ম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৮ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২১ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫