জবি প্রতিনিধি
আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য ঢাকায় আটকে পড়া শিক্ষার্থীদের আগামী ১৩ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল ও ছাত্রকল্যাণ পরিচালক আব্দুল বাকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র প্রক্টর ও পরিচালক (ছাত্র-কল্যাণ) বরাবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে তাদের চেয়ারম্যান/বিভাগীয় প্রধানের ই-মেইলে আবেদন পাঠাতে বলা হয়েছে।
আগামী ১৩ জুলাই পর্যন্ত সশরীরে আবেদন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রক্টর ও ছাত্রকল্যাণ অফিসে আবেদন জমা দেওয়া যাবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা হাতে লিখে সশরীরে আবেদন জমা দিতে পারবে। যারা সশরীরে আবেদন দিতে পারবে না, তারা বিভাগীয় চেয়ারম্যানের কাছে আবেদন দেবে। চেয়ারম্যান কোন ফরম্যাটে আবেদন নেবেন এটা তিনিই ঠিক করবেন। আবেদন লিখে ছবি তুলে ইমেইলেও পাঠিয়ে দেওয়া যাবে।
আবেদনপত্রের ফরম্যাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এত বেশি আনুষ্ঠানিকতার কিছু নেই। একটা কাগজে ছাত্র-ছাত্রীর নাম, অধ্যয়নরত বিভাগের নাম, আইডি/রোল নং, ব্যাচ ও সেশন, বর্তমানে অধ্যয়নরত সেমিস্টার, গন্তব্য জেলার নাম লিখে জমা দিলেই হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের যারা বাড়ি যেতে ইচ্ছুক তাদের আবেদন করতে বলা হয়েছে। আমাদের আগে দেখতে হবে, কত সংখ্যক শিক্ষার্থী ঢাকায় আটকে আছে। আবেদন শেষ হলে শিক্ষার্থী সংখ্যার অনুপাতে বিভাগীয় শহরগুলোর জন্য বাস দেওয়া হবে। যাদের জরুরি ভিত্তিতে বাড়ি যেতে হবে, শুরু তারাই আবেদন করুক।
আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য ঢাকায় আটকে পড়া শিক্ষার্থীদের আগামী ১৩ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল ও ছাত্রকল্যাণ পরিচালক আব্দুল বাকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র প্রক্টর ও পরিচালক (ছাত্র-কল্যাণ) বরাবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে তাদের চেয়ারম্যান/বিভাগীয় প্রধানের ই-মেইলে আবেদন পাঠাতে বলা হয়েছে।
আগামী ১৩ জুলাই পর্যন্ত সশরীরে আবেদন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রক্টর ও ছাত্রকল্যাণ অফিসে আবেদন জমা দেওয়া যাবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা হাতে লিখে সশরীরে আবেদন জমা দিতে পারবে। যারা সশরীরে আবেদন দিতে পারবে না, তারা বিভাগীয় চেয়ারম্যানের কাছে আবেদন দেবে। চেয়ারম্যান কোন ফরম্যাটে আবেদন নেবেন এটা তিনিই ঠিক করবেন। আবেদন লিখে ছবি তুলে ইমেইলেও পাঠিয়ে দেওয়া যাবে।
আবেদনপত্রের ফরম্যাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এত বেশি আনুষ্ঠানিকতার কিছু নেই। একটা কাগজে ছাত্র-ছাত্রীর নাম, অধ্যয়নরত বিভাগের নাম, আইডি/রোল নং, ব্যাচ ও সেশন, বর্তমানে অধ্যয়নরত সেমিস্টার, গন্তব্য জেলার নাম লিখে জমা দিলেই হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের যারা বাড়ি যেতে ইচ্ছুক তাদের আবেদন করতে বলা হয়েছে। আমাদের আগে দেখতে হবে, কত সংখ্যক শিক্ষার্থী ঢাকায় আটকে আছে। আবেদন শেষ হলে শিক্ষার্থী সংখ্যার অনুপাতে বিভাগীয় শহরগুলোর জন্য বাস দেওয়া হবে। যাদের জরুরি ভিত্তিতে বাড়ি যেতে হবে, শুরু তারাই আবেদন করুক।
কেউ অননুমোদিত বিশ্ববিদ্যালয়/ক্যাম্পাসে বা অননুমোদিত প্রোগ্রামে ভর্তি হয়ে প্রতারিত হলে এবং পরবর্তীতে কোনো আইনগত সমস্যা সৃষ্টি হলে কিংবা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হলে এর দায় ইউজিসি নেবে না বলেও উল্লেখ করা হয়। দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি...
১৮ মিনিট আগেইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংস ২০২৫-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে। আইইউবি বৈশ্বিকভাবে ৪০১-৫০০ ক্যাটাগরিতে স্থান পেয়েছে এবং দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্য
৬ ঘণ্টা আগেযুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবির অবস্থান ১১২ তম।
১৭ ঘণ্টা আগেতিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগের উল্লেখ করে ৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তা ছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়...
১ দিন আগে