নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সাধ্যের মধ্যে গুণগত মানের উচ্চশিক্ষা’ স্লোগানে মিয়ানমারে প্রথম বাংলাদেশ শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ইয়াঙ্গুনের স্থানীয় মেলিয়া হোটেলে এই শিক্ষামেলা অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বাংলাদেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে মিয়ানমারের বিপুলসংখ্যক উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বাংলাদেশি বিশ্ববিদ্যালয়সমূহ তাদের প্রতিষ্ঠানে বিদ্যমান কোর্স এবং আনুষঙ্গিক সুবিধাদিসহ অন্যান্য বিষয়সমূহ তুলে ধরে। উপস্থাপনার পরে শিক্ষার্থী ও আগত অতিথিবৃন্দ ভর্তি প্রক্রিয়া ও বিদ্যমান কোর্স সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিদের কাছে জানতে চান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। আমরা ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে পরিণত হওয়ার পথে আছি। এই অভিলক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন দক্ষ জনশক্তি গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকার-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও উচ্চশিক্ষা প্রসারে উৎসাহ প্রদান করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্বল্প খরচে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করছে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই শিক্ষামেলা মিয়ানমারের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত করবে।’
রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়, মিয়ানমারের উৎসুক শিক্ষার্থী-সুধীজনকে মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
‘সাধ্যের মধ্যে গুণগত মানের উচ্চশিক্ষা’ স্লোগানে মিয়ানমারে প্রথম বাংলাদেশ শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ইয়াঙ্গুনের স্থানীয় মেলিয়া হোটেলে এই শিক্ষামেলা অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বাংলাদেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে মিয়ানমারের বিপুলসংখ্যক উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বাংলাদেশি বিশ্ববিদ্যালয়সমূহ তাদের প্রতিষ্ঠানে বিদ্যমান কোর্স এবং আনুষঙ্গিক সুবিধাদিসহ অন্যান্য বিষয়সমূহ তুলে ধরে। উপস্থাপনার পরে শিক্ষার্থী ও আগত অতিথিবৃন্দ ভর্তি প্রক্রিয়া ও বিদ্যমান কোর্স সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিদের কাছে জানতে চান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। আমরা ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে পরিণত হওয়ার পথে আছি। এই অভিলক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন দক্ষ জনশক্তি গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকার-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও উচ্চশিক্ষা প্রসারে উৎসাহ প্রদান করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্বল্প খরচে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করছে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই শিক্ষামেলা মিয়ানমারের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত করবে।’
রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়, মিয়ানমারের উৎসুক শিক্ষার্থী-সুধীজনকে মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে।
১০ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগেদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে নতুন প্রায় ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোয় মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা, পঞ্চম শ্রেণিতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।
১৪ ঘণ্টা আগেবিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তি উন্নতি হচ্ছে। প্রযুক্তির প্রভাব মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি একদিকে যেমন জীবনকে সহজ করছে অন্যদিকে এটি শিক্ষার ধরন, পদ্ধতি ও কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।
১৪ ঘণ্টা আগে