গেটস কেমব্রিজ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়ার সুযোগ

জুবায়ের আহম্মেদ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ১০
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ১২

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কার না থাকে। আর তা যদি হয় স্কলারশিপে, তাহলে তো আর কথাই নেই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বৃত্তি গেটস কেমব্রিজ স্কলারশিপ। এ প্রোগ্রামটি ২০০০ সালের অক্টোবরে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় একক অনুদান। 

প্রতিবছর গেটস কেমব্রিজ স্কলারশিপের আওতায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য এই বৃত্তি দেওয়া হয়। যুক্তরাজ্যের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় পড়াশোনার সুযোগ দেওয়া হয়। এই বৃত্তির প্রায় দুই-তৃতীয়াংশ পিএইচডির ছাত্রদের দেওয়া হয়। বৃত্তির জন্য নির্বাচনের মানদণ্ড হলো অসামান্য বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, অন্যদের জীবন উন্নত করার প্রতিশ্রুতি ও নেতৃত্বের সম্ভাবনা। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

বৃত্তির সুযোগ-সুবিধা

  • পড়াশোনার মোট খরচ এই বৃত্তি দ্বারা বহন করা যাবে।
  • বার্ষিক রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ২০ হাজার পাউন্ড দেওয়া হবে।
    এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসার খরচ বহন করা হবে।
  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা একটি ইকোনমিক ক্লাসে দেশে যাতায়াতের জন্য এককালীন বিমানভাড়া পাবেন।
  • অভিবাসন স্বাস্থ্য সারচার্জ খরচ বহন করা হবে।
  • সম্মেলন ও অন্যান্য কোর্সে যোগ দেওয়ার জন্য ৫০০-২০০০ পাউন্ড পর্যন্ত অতিরিক্ত একাডেমিক উন্নয়ন তহবিল দেওয়া হবে। তবে, পরিমাণ নির্ভর করে কোর্সের দৈর্ঘ্যের ওপর।
  • বৃত্তিপ্রাপ্তরা এক সন্তানের জন্য ১১ হাজার ৬০৪ পাউন্ড পর্যন্ত এবং দুই বা ততোধিক সন্তানের জন্য ১৬ হাজার ৫৪৮ পাউন্ড পর্যন্ত পারিবারিক ভাতা পাবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোনো অপ্রত্যাশিত অসুবিধার খরচও এই বৃত্তি কভার করবে।
  • পাশাপাশি ফিল্ডওয়ার্ক ভাতা তো থাকছেই।
  • বৃত্তিপ্রাপ্তদের জন্য মাতৃত্ব বা পিতৃত্ব তহবিলের সুবিধা রয়েছে।

আবেদনের যোগ্যতা 

  • যুক্তরাজ্যের নাগরিক ছাড়া আন্তর্জাতিক সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 
  • আবেদনকারীদের একটি চমৎকার একাডেমিক পটভূমি থাকতে হবে। ভালো ফলাফল কিংবা ট্র্যাক রেকর্ড থাকা লাগবে।
  • আবেদনকারীকে অবশ্যই সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাঁর গবেষণা চালিয়ে যেতে সুপারভাইজার দ্বারা গৃহীত হতে হবে।
  •  আবেদনকারীকে অবশ্যই তাঁর পছন্দক্রম অনুযায়ী কোর্স ওয়ার্ক চালিয়ে যেতে হবে। 
  • পিএইচডি পূর্ণকালীন ও স্নাতকোত্তর কোর্সের জন্য এই স্কলারশিপ পাওয়া যাবে। 

আবেদনের প্রক্রিয়া 
আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে ভর্তি এবং তহবিলের (গেটস কেমব্রিজ ও অন্যান্য তহবিল) জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর, ২০২৩। 

গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত