টিকা পাচ্ছে চবির আবাসিক শিক্ষার্থীরা, সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন

প্রতিনিধি, চবি
প্রকাশ : ০১ জুলাই ২০২১, ১৮: ৩৩
আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮: ৫০

কোভিড টিকা পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শিক্ষার্থীরা। এ জন্য আবাসিক শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে নাম রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ইউজিসি আজ আমাদের টিকা সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে। চিঠির প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যেই টিকার জন্য সুরক্ষা অ্যাপে নাম রেজিস্ট্রেশন করার জন্য আবাসিক শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন করলে দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের টিকার জন্য ডাকা হবে।

তিনি আরও বলেন, যারা আগে বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেছে তাঁরাও সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করবে, যারা করে নাই তাঁরাও করবে।

প্রসঙ্গত গত মার্চে ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে গত ৪ মার্চ দুই দিনের সময় দিয়ে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের পৃথক দুইটি অনলাইন ফরমে আবেদন করতে বলা হয়। এতে ২৭ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে টিকার জন্য আবেদন করেছে মাত্র ১৫ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে আবাসিক শিক্ষার্থী রয়েছে ৪ হাজার জন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত