পরামর্শ: মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮: ০৯

চলছে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা। এ সময়ের চাকরির বাজার, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, বিদেশে গ্রহণযোগ্যতার কারণে প্রকৌশল, মেডিকেল, ব্যবসায় শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর অনেকটাই পূরণে সক্ষম। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম রাশিদুল হাসান

সমুদ্রসীমার সম্পদ আহরণসহ সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্বের অগ্রভাগে বাংলাদেশের নিজস্ব জনবল যেন পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে পারে এবং এর জন্য যে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি প্রয়োজন, সেই লক্ষ্য পূরণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হয়। এটি দেশের প্রথম মেরিটাইম ইউনিভার্সিটি। গত ২৬ অক্টোবর ২০১৩ সালে, অর্থাৎ সমুদ্রসীমা জয়ের মাত্র দেড় বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, যা দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ার তৃতীয় মেরিটাইম ইউনিভার্সিটি এবং বিশ্বের ১২তম। এ ধরনের বিশ্ববিদ্যালয়ের একটি প্রধান উদ্দেশ্য হলো সমুদ্রে অবস্থিত বিভিন্ন ধরনের সম্পদ আহরণের জন্য উপযুক্ত প্রকৌশলী, ওশানোগ্রাফারসহ অন্য সব ধরনের মেরিটাইম প্রফেশনাল যেমন মেরিটাইম ব্যবসা, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট, আইনজীবী তৈরি করা। এর ফলে বিজ্ঞান /ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগের সব শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে পড়াশোনার সুযোগ পান।

মান বণ্টন

  • ওশানোগ্রাফি/মেরিন ফিশারিজে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা হবে।
  • নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিংয়ে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও আইসিটি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি বিষয়ে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের মধ্যে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা হবে।
  • এলএলবি ইন মেরিটাইম ল ও বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকসে বাংলা, ইংরেজি, গণিত/ হিসাববিজ্ঞান /সাধারণ জ্ঞান ও আইসিটি (মেরিটাইম ল এবং পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিভাগের জন্য আবেদনপত্র পূরণের সময় গণিত/হিসাববিজ্ঞান/সাধারণ জ্ঞান—যেকোনো একটি নির্বাচন করতে হবে এবং ভর্তি পরীক্ষার সময় নির্বাচন করা বিষয়টি না দিয়ে অন্য বিষয় প্রদান করলে কোনো নম্বর পাওয়া যাবে না)। বাংলা, ইংরেজি ও আইসিটি—এই তিনটি বিষয়ে যথাক্রমে ২৫ নম্বর করে মোট ৭৫ নম্বর এবং গণিত/ হিসাববিজ্ঞান/সাধারণ জ্ঞান—এই তিনটি বিষয় থেকে যেকোনো একটি বিষয়ে ২৫ নম্বর, অর্থাৎ মোট ১০০ নম্বরের মধ্যে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরামর্শ

  • বিশ্ববিদ্যালয়টি নতুন হওয়ায় অনেকে এখান থেকে পাস করার পর চাকরিসহ অন্যান্য বিষয়ে সন্দিহান থাকতে পারেন। তবে বর্তমান বাংলাদেশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সফলতা হলো সমুদ্রসীমা জয়। এই সমুদ্রে বাংলাদেশের ভবিষ্যৎ রিসোর্স হিসেবে কাজ করবে। তেল, গ্যাস, মৎস্য আহরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খনিজ ও সম্পদের ভান্ডার হচ্ছে সমুদ্র। নরওয়েসহ বিভিন্ন উন্নত দেশ সমুদ্রসম্পদ আহরণ ও যথাযথ ব্যবস্থাপনা করেই দেশকে উন্নত করেছে। বাংলাদেশের এই সম্পদের ভান্ডার নিয়ে গবেষণা, আহরণ, প্রকৌশল, ব্যবস্থাপনা, লজিস্টিকস ইত্যাদির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের পাস করা শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবেন।
  • বিভিন্ন বিভাগে যেসব শিক্ষক রয়েছেন, তাঁরা নিজ নিজ বিষয়ে অত্যন্ত দক্ষ এবং জাতীয় ও আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত।
  • ভর্তি পরীক্ষার দিন দেখা যায়, রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম পড়ে; বিশেষ করে ঢাকায় অবস্থিত সেন্টারে। শিক্ষার্থীদের এ বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। যাতে পরীক্ষায় যথাযথ সময়ে অংশ নিতে পারে শিক্ষার্থী।
  • নৈর্ব্যক্তিক পরীক্ষা হওয়ায় নেগেটিভ মার্কিং, অর্থাৎ ভুল উত্তরের জন্য মার্ক কর্তনের বিষয়টি প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। কতটি ভুল উত্তর এর জন্য কত মার্ক কর্তন করা হবে, তা প্রশ্নের ওপর লেখা থাকবে, তবে সাধারণত ৪টি ভুল উত্তরের জন্য ১ মার্ক কর্তন করা হয়। তাই একজন শিক্ষার্থীর উচিত পরীক্ষায় এ বিষয়ে খেয়াল রাখা। যাতে নেগেটিভ মার্কসের কারণে নম্বর না কমে যায়। কেননা ভর্তি পরীক্ষায় ১ নম্বরের মূল্য অনেক।
  • সাধারণত শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে নম্বর কম পান। তাই এই দুটি বিষয়ে অধিক অধ্যবসায় প্রয়োজন। ইংরেজি আমাদের মাতৃভাষা হওয়ায় অবহেলা করা যাবে না; বরং ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে। আর গণিতের ক্ষেত্রে নিয়মিত অনুশীলন করতে হবে। তাহলে ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। 

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত