ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৩, ১০: ৪২
আপডেট : ০৬ মে ২০২৩, ১০: ৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টায় কলাভবন কেন্দ্র পরিদর্শন করবেন। 

গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম। আগামী ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির তথ্য অনুযায়ী—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন। আসন রয়েছে ২ হাজার ৯৩৪টি। সেই হিসাবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে একটি আসনের জন্য লড়বেন প্রায় ৪২ জন পরীক্ষার্থী। এদিকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’, ‘বিজ্ঞান’ এবং ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের প্রবেশপত্র ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। 

উল্লেখ্য—ক, খ, গ, ঘ, চ ইউনিটের পরিবর্তে এবার থেকে চারটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হচ্ছে। নতুন চারটি ইউনিটের নাম হচ্ছে—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত