প্রতিনিধি, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারুকলা বিভাগের শিক্ষক দ্বন্দ্বে দুর্বিষহ হয়ে পড়েছে শিক্ষার্থীদের জীবন। এসব নিয়ে অনেকবার কথা হলেও টনক নড়েনি শিক্ষক কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আর সেশন জট নিয়ে জোর গলায় কোন শিক্ষার্থী কথা বললেই তাঁকে ইয়ার ড্রপ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, চার বছরের অনার্স শেষ করতে সময় লাগে ছয় থেকে আট বছর। শিক্ষকদের ভেতরের অপরাজনীতির কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সেশন জটের কবলে। এর মধ্যে আবার করোনা মহামারি পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের অনার্স শেষ করতেই শেষ হবে সরকারি চাকরির বয়স। সর্বোপরি শিক্ষকদের অবহেলায় শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলে জানান শিক্ষার্থীরা।
এ ছাড়া শিক্ষকদের নিজেদের পছন্দমতো শিক্ষার্থীদের সুবিধা দিতে গিয়ে নানা সময় পুরো ব্যাচের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। বিচ্ছিন্ন দু-একজনের ব্যক্তিগত সমস্যার অজুহাত দেখিয়ে পরীক্ষা না নেওয়া সেশনজট দীর্ঘায়িত হওয়ার অন্যতম একটি কারণ বলে জানান তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক চারুকলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, `যেখানে অনার্স শেষ হতে সময় লাগার কথা চার বছর, সেখানে আমাদের অনার্স ফাইনাল পরীক্ষা হয় ২০১৭ সালের একদম শেষে। আর ফলাফল প্রকাশিত হয় ২০১৮ সালের মার্চে। সে বছরের এপ্রিল থেকে মাস্টার্স শুরু করি, যেটা শুরু হওয়ার কথা ছিল ২০১৬ তে যা এখনো চলছে। আর এখন করোনার দোহাই দেয়।'
জানা যায়, ২০১১-১২ সালের এই ব্যাচটি ২০১৮ সালে মাস্টার্সে ভর্তি হয়। অনার্সে দুর্বিষহ সেশনজট কোনো রকমে পেরোলেও মাস্টার্সে ভর্তি হননি অনেকেই। ২০২১ সাল শেষ করলে তাঁরা বিশ্ববিদ্যালয়ে এক দশক পূরণ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, দীর্ঘ এক বছর সাত মাসেও একটি সেমিস্টার পরীক্ষার ফলাফল দেয়নি। শিক্ষকদের ব্যক্তিগত কোন্দল তাঁদের জীবনের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু তাঁদের কথা কেউ শুনছে না।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৮ বছর হয়ে গেল তাঁদের। কেবল অনার্স শেষ করেছেন তাঁরা। এখনো মাস্টার্স শুরু হয়নি। তাঁদের মাস্টার্স ২ বছর মেয়াদি। সেখানেও যদি দ্বিগুণ সময় লাগে তাহলে অনার্স মাস্টার্স শেষ করতে তাঁদের যাবে এক যুগ সময়। এই বিভাগ তাঁদের জীবন দুর্বিষহ করে তুলেছে বলে জানান তাঁরা।
এই সেশনের অনেক শিক্ষার্থী মাস্টার্স করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে কারণ জানতে চাইলে করুণ সুরে বলেন, ‘চারুকলা বিভাগ জীবন থেকে যা নিয়েছে তাই যথেষ্ট, আমার উচ্চশিক্ষার প্রয়োজন মিটে গেছে।’
`দীর্ঘ সেশনজট ও শিক্ষার্থীদের ভোগান্তির নেপথ্যে কি? ' জানতে কথা হয় বিভাগটির প্রধান ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ সুখনের সঙ্গে। সুখন বলেন, ‘অন্যান্য বিভাগের তুলনায় চারুকলার পরীক্ষা আর ক্লাসের প্রক্রিয়াগুলি ভিন্ন। আর এটি কিছুটা সময়সাপেক্ষ। এ কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কীভাবে এ সমস্যা দূর করা যায়।’
সেশনজটের বিরুদ্ধে কথা বললে ইয়ার ড্রপ দেওয়া হয় এই অভিযোগকে অস্বীকার করে সুখন বলেন, ‘এই অভিযোগের কোনো ভিত্তি নেই। দু-একজন ড্রপ হলে তাঁদের নিজেদের একাডেমিক কারণে হয়।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, চারুকলা বিভাগের সেশনজট আগে ছিল না, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে হতে পারে। তবে সেশনজট কমানোর জন্য সেখানকার বর্তমানে তিনটি স্ট্রিমকে বিভাগে রূপান্তর করে পূর্ণাঙ্গ অনুষদ হিসেবে চালু করার জন্য ইউজিসিতে প্রস্তাব পাঠানো হয়েছে, যা করোনা মহামারির জন্য এগোচ্ছে না।
উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, `আসুন প্রথমে কোভিড-১৯ এর অভিশাপ কাটিয়ে উঠি, তারপর আমরা নতুন করে শুরু করব এবং আশা করি যে কোন বিভাগের সাথে থাকা এই সমস্যাটি কাটিয়ে উঠব।'
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারুকলা বিভাগের শিক্ষক দ্বন্দ্বে দুর্বিষহ হয়ে পড়েছে শিক্ষার্থীদের জীবন। এসব নিয়ে অনেকবার কথা হলেও টনক নড়েনি শিক্ষক কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আর সেশন জট নিয়ে জোর গলায় কোন শিক্ষার্থী কথা বললেই তাঁকে ইয়ার ড্রপ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, চার বছরের অনার্স শেষ করতে সময় লাগে ছয় থেকে আট বছর। শিক্ষকদের ভেতরের অপরাজনীতির কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সেশন জটের কবলে। এর মধ্যে আবার করোনা মহামারি পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের অনার্স শেষ করতেই শেষ হবে সরকারি চাকরির বয়স। সর্বোপরি শিক্ষকদের অবহেলায় শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলে জানান শিক্ষার্থীরা।
এ ছাড়া শিক্ষকদের নিজেদের পছন্দমতো শিক্ষার্থীদের সুবিধা দিতে গিয়ে নানা সময় পুরো ব্যাচের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। বিচ্ছিন্ন দু-একজনের ব্যক্তিগত সমস্যার অজুহাত দেখিয়ে পরীক্ষা না নেওয়া সেশনজট দীর্ঘায়িত হওয়ার অন্যতম একটি কারণ বলে জানান তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক চারুকলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, `যেখানে অনার্স শেষ হতে সময় লাগার কথা চার বছর, সেখানে আমাদের অনার্স ফাইনাল পরীক্ষা হয় ২০১৭ সালের একদম শেষে। আর ফলাফল প্রকাশিত হয় ২০১৮ সালের মার্চে। সে বছরের এপ্রিল থেকে মাস্টার্স শুরু করি, যেটা শুরু হওয়ার কথা ছিল ২০১৬ তে যা এখনো চলছে। আর এখন করোনার দোহাই দেয়।'
জানা যায়, ২০১১-১২ সালের এই ব্যাচটি ২০১৮ সালে মাস্টার্সে ভর্তি হয়। অনার্সে দুর্বিষহ সেশনজট কোনো রকমে পেরোলেও মাস্টার্সে ভর্তি হননি অনেকেই। ২০২১ সাল শেষ করলে তাঁরা বিশ্ববিদ্যালয়ে এক দশক পূরণ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, দীর্ঘ এক বছর সাত মাসেও একটি সেমিস্টার পরীক্ষার ফলাফল দেয়নি। শিক্ষকদের ব্যক্তিগত কোন্দল তাঁদের জীবনের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু তাঁদের কথা কেউ শুনছে না।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৮ বছর হয়ে গেল তাঁদের। কেবল অনার্স শেষ করেছেন তাঁরা। এখনো মাস্টার্স শুরু হয়নি। তাঁদের মাস্টার্স ২ বছর মেয়াদি। সেখানেও যদি দ্বিগুণ সময় লাগে তাহলে অনার্স মাস্টার্স শেষ করতে তাঁদের যাবে এক যুগ সময়। এই বিভাগ তাঁদের জীবন দুর্বিষহ করে তুলেছে বলে জানান তাঁরা।
এই সেশনের অনেক শিক্ষার্থী মাস্টার্স করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে কারণ জানতে চাইলে করুণ সুরে বলেন, ‘চারুকলা বিভাগ জীবন থেকে যা নিয়েছে তাই যথেষ্ট, আমার উচ্চশিক্ষার প্রয়োজন মিটে গেছে।’
`দীর্ঘ সেশনজট ও শিক্ষার্থীদের ভোগান্তির নেপথ্যে কি? ' জানতে কথা হয় বিভাগটির প্রধান ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ সুখনের সঙ্গে। সুখন বলেন, ‘অন্যান্য বিভাগের তুলনায় চারুকলার পরীক্ষা আর ক্লাসের প্রক্রিয়াগুলি ভিন্ন। আর এটি কিছুটা সময়সাপেক্ষ। এ কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কীভাবে এ সমস্যা দূর করা যায়।’
সেশনজটের বিরুদ্ধে কথা বললে ইয়ার ড্রপ দেওয়া হয় এই অভিযোগকে অস্বীকার করে সুখন বলেন, ‘এই অভিযোগের কোনো ভিত্তি নেই। দু-একজন ড্রপ হলে তাঁদের নিজেদের একাডেমিক কারণে হয়।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, চারুকলা বিভাগের সেশনজট আগে ছিল না, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে হতে পারে। তবে সেশনজট কমানোর জন্য সেখানকার বর্তমানে তিনটি স্ট্রিমকে বিভাগে রূপান্তর করে পূর্ণাঙ্গ অনুষদ হিসেবে চালু করার জন্য ইউজিসিতে প্রস্তাব পাঠানো হয়েছে, যা করোনা মহামারির জন্য এগোচ্ছে না।
উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, `আসুন প্রথমে কোভিড-১৯ এর অভিশাপ কাটিয়ে উঠি, তারপর আমরা নতুন করে শুরু করব এবং আশা করি যে কোন বিভাগের সাথে থাকা এই সমস্যাটি কাটিয়ে উঠব।'
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে।
৬ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে নতুন প্রায় ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোয় মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা, পঞ্চম শ্রেণিতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।
১০ ঘণ্টা আগেবিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তি উন্নতি হচ্ছে। প্রযুক্তির প্রভাব মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি একদিকে যেমন জীবনকে সহজ করছে অন্যদিকে এটি শিক্ষার ধরন, পদ্ধতি ও কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।
১০ ঘণ্টা আগে