নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্নাতকোত্তর ও ডিগ্রি পর্যায়ে আটকে থাকা অসম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কেন্দ্রগুলোতে এক আসন খালি রেখে আসন বিন্যাস করে এসব পরীক্ষা নেওয়া হবে। গতকাল সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক গত মার্চে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির কিছুটা উন্নতি, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রে দুই পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হবে।
বিজ্ঞপ্তিতে দুই ধরনের আসন বিন্যাসের কথা বলা হয়। প্রথম ক্ষেত্রে বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবেন এবং প্রতি বেঞ্চের পেছনের বেঞ্চে কোনো পরীক্ষার্থী বসবেন না। দ্বিতীয় ক্ষেত্রে আসন বিন্যাস ইংরেজি জেড অক্ষরের মতো করার সুপারিশ করা হয়েছে।
এ সম্পর্কিত নির্দেশনায় বলা হয়, সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরে করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। শুধু পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিতের জন্য সাময়িক মাস্ক খোলা যাবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক ১৮ বছর ও তার বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা/কর্মচারী এখনো টিকা গ্রহণ করেননি, তাঁদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।
তবে আটকে থাকা এসব পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বর্ষের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। আজকের পত্রিকাকে তিনি বলেন, পরীক্ষাগুলো গ্রহণের পর আমরা এ বিষয়ে প্রতিক্রিয়া এবং করোনা পরিস্থিতি দেখে সরকারি নির্দেশনা মোতাবেক পরীক্ষা ছাড়া দ্বিতীয় বর্ষে প্রমোশন পাওয়া শিক্ষার্থীসহ অন্য বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু করব। পাশাপাশি সেপ্টেম্বরে ব্লেন্ডিং পদ্ধতি অনুসরণ করে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
স্নাতকোত্তর ও ডিগ্রি পর্যায়ে আটকে থাকা অসম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কেন্দ্রগুলোতে এক আসন খালি রেখে আসন বিন্যাস করে এসব পরীক্ষা নেওয়া হবে। গতকাল সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক গত মার্চে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির কিছুটা উন্নতি, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রে দুই পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হবে।
বিজ্ঞপ্তিতে দুই ধরনের আসন বিন্যাসের কথা বলা হয়। প্রথম ক্ষেত্রে বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবেন এবং প্রতি বেঞ্চের পেছনের বেঞ্চে কোনো পরীক্ষার্থী বসবেন না। দ্বিতীয় ক্ষেত্রে আসন বিন্যাস ইংরেজি জেড অক্ষরের মতো করার সুপারিশ করা হয়েছে।
এ সম্পর্কিত নির্দেশনায় বলা হয়, সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরে করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। শুধু পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিতের জন্য সাময়িক মাস্ক খোলা যাবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক ১৮ বছর ও তার বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা/কর্মচারী এখনো টিকা গ্রহণ করেননি, তাঁদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।
তবে আটকে থাকা এসব পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বর্ষের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। আজকের পত্রিকাকে তিনি বলেন, পরীক্ষাগুলো গ্রহণের পর আমরা এ বিষয়ে প্রতিক্রিয়া এবং করোনা পরিস্থিতি দেখে সরকারি নির্দেশনা মোতাবেক পরীক্ষা ছাড়া দ্বিতীয় বর্ষে প্রমোশন পাওয়া শিক্ষার্থীসহ অন্য বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু করব। পাশাপাশি সেপ্টেম্বরে ব্লেন্ডিং পদ্ধতি অনুসরণ করে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে।
৬ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে নতুন প্রায় ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোয় মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা, পঞ্চম শ্রেণিতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।
১০ ঘণ্টা আগেবিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তি উন্নতি হচ্ছে। প্রযুক্তির প্রভাব মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি একদিকে যেমন জীবনকে সহজ করছে অন্যদিকে এটি শিক্ষার ধরন, পদ্ধতি ও কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।
১১ ঘণ্টা আগে