খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দশম মেধাতালিকার ভিত্তিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটতে ইউনিট ও স্কুল অনুযায়ী বিস্তারিত উল্লেখ রয়েছে। নবম ধাপের ভর্তি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের এক হাজার ১০৯ আসনের বিপরীতে মোট শিক্ষার্থী ভর্তি হয়েছেন এক হাজার ৪৩ জন। ফলে ৬৬টি আসন শূন্য রয়েছে।
শূন্য আসন পূরণে কোটাসহ দশম পর্যায়ের সশরীরে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া কাল রোববার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে। যা ২৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট (gstadmission. ac. bd) এর মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘দশম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশিট আগামী ২৪ জানুয়ারি বেলা ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিট অফিসে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ ১০ম রাউন্ডের সশরীরে চূড়ান্ত ভর্তি আগামী ২২ থেকে ২৩ জানুয়ারি। ইতিমধ্যে যারা চূড়ান্ত ভর্তি হয়েছেন, তাদের ভর্তির প্রয়োজন নেই। পূর্ব ঘোষিত চূড়ান্ত ভর্তি না হয়ে থাকলে সিট বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরবর্তী কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।’
এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস কাল রোববার (২২ জানুয়ারি) শুরু হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে (GST Admission System) ও (GST Admission Guideline) -এ দেখা যাবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দশম মেধাতালিকার ভিত্তিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটতে ইউনিট ও স্কুল অনুযায়ী বিস্তারিত উল্লেখ রয়েছে। নবম ধাপের ভর্তি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের এক হাজার ১০৯ আসনের বিপরীতে মোট শিক্ষার্থী ভর্তি হয়েছেন এক হাজার ৪৩ জন। ফলে ৬৬টি আসন শূন্য রয়েছে।
শূন্য আসন পূরণে কোটাসহ দশম পর্যায়ের সশরীরে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া কাল রোববার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে। যা ২৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট (gstadmission. ac. bd) এর মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘দশম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশিট আগামী ২৪ জানুয়ারি বেলা ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিট অফিসে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ ১০ম রাউন্ডের সশরীরে চূড়ান্ত ভর্তি আগামী ২২ থেকে ২৩ জানুয়ারি। ইতিমধ্যে যারা চূড়ান্ত ভর্তি হয়েছেন, তাদের ভর্তির প্রয়োজন নেই। পূর্ব ঘোষিত চূড়ান্ত ভর্তি না হয়ে থাকলে সিট বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরবর্তী কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।’
এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস কাল রোববার (২২ জানুয়ারি) শুরু হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে (GST Admission System) ও (GST Admission Guideline) -এ দেখা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে।
৩ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে নতুন প্রায় ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোয় মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা, পঞ্চম শ্রেণিতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।
৭ ঘণ্টা আগেবিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তি উন্নতি হচ্ছে। প্রযুক্তির প্রভাব মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি একদিকে যেমন জীবনকে সহজ করছে অন্যদিকে এটি শিক্ষার ধরন, পদ্ধতি ও কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।
৭ ঘণ্টা আগে