বিনোদন ডেস্ক
হামাসের হামলার সময় ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিরাপদে ভারতে ফিরেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন নুসরাত। হামাসের হামলার পর গত শনিবার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল রোববার বেলা আড়াইটার দিকে একটি ফ্লাইটে করে ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত ভারুচা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এ অভিনেত্রী।
আবেগতাড়িত কণ্ঠে নুসরাত বলেন, ‘আমি ফিরে এসেছি, আমাকে বাড়ি যেতে দিন। কটা দিন একা থাকতে দিন।’
হামলার সময় একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে ফিরলেন তিনি।
এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না।’
পরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জনায়, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নুসরাতের ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়।
হামাসের হামলার সময় ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিরাপদে ভারতে ফিরেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন নুসরাত। হামাসের হামলার পর গত শনিবার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল রোববার বেলা আড়াইটার দিকে একটি ফ্লাইটে করে ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত ভারুচা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এ অভিনেত্রী।
আবেগতাড়িত কণ্ঠে নুসরাত বলেন, ‘আমি ফিরে এসেছি, আমাকে বাড়ি যেতে দিন। কটা দিন একা থাকতে দিন।’
হামলার সময় একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে ফিরলেন তিনি।
এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না।’
পরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জনায়, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নুসরাতের ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়।
গত বছর ভিন্ন দুটি ওয়েব ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের জয়া আহসান ও আজমেরী হক বাঁধনের। এ বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বিভিন্ন বিভাগে একাধিক মনোনয়ন পেয়েছে তাঁদের অভিনীত সিনেমা দুটি। তবে তালিকায় জায়গা হয়নি জয়া ও বাঁধনের।
৬ মিনিট আগেনেটিজেনদের একাংশ এ-ও প্রার্থনা করেন তাঁদের দাম্পত্য যেন জোড়া লাগে। সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। তবে কি এক হতে চলেছেন এই দম্পতি!
২ ঘণ্টা আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের ২৯ বছরের দাম্পত্যে বিচ্ছেদের আজ ১০ দিন হলো। বিচ্ছেদের ঘোষণার পর থেকে এসব নিয়ে প্রতিদিনই সংবাদের শিরোনামে তিনি। এমন কঠিন সময়ের মধ্যেই গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় যোগ দিয়েছিলেন রহমান। সেখানে স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন,
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ম্যাজিকাল নাইট ২.০’। আজ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। পাকিস্তানের আতিফ আসলাম ও আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা। কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
৮ ঘণ্টা আগে