বিনোদন ডেস্ক
আবারও সুর চুরির অভিযোগ উঠেছে বলিউডের সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে বেজে উঠেছিল ইসরায়েলের জাতীয় সংগীত। আর সেখান থেকেই যেন নতুনভাবে আলোচনায় অনু মালিকের সুর চুরির ঘটনা।
আর্টিস্টিক জিমন্যাটিকসে সোনা জিতেছিলেন ইসরায়েলের জিমন্যাস্ট আরতেম দোলপিয়াত। তাঁকে পদক দেওয়ার সময়ই বাজানো হয়েছিল সে দেশের জাতীয় সংগীত। তা শুনেই চমকে ওঠেন অনেকে। এ যেন ঠিক নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘দিলজ্বলে’ সিনেমার ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানটি।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল হরি বাওয়েজা পরিচালিত ‘দিলজ্বলে’ ছবিটি। তাতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সোনালি বেন্দ্রে, মধু ও অমরেশ পুরী। ছবির আটটি গানেই সুর দিয়েছিলেন অনু মালিক। এর মাঝে ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানের সুরটি ‘হুবহু ইসরায়েলের জাতীয় সংগীতের সুরে করা। গানের দুটি ভার্সন তৈরি হয়েছিল। একটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। আরেকটি ভার্সন গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ইসরায়েলের জাতীয় সংগীতকেও বাদ দেননি অনু মালিক। তা দিয়ে ১৯৯৬ সালে গানও বানিয়ে ফেলেছিলেন! ভারতীয়রা এত দিন পর এসে আবিষ্কার করল সুর চুরির ঘটনা।
অনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে একাধিক ইংরেজি, পাকিস্তানি ও বাংলাদেশি গানের সুর নকল করেছেন অনু মালিক। বাংলাদেশের ‘মাইলস’ ব্যান্ডের গানের সুরও কপি করেছিলেন তিনি।
শুনুন ‘মেরা মুল্ক মেরা দেশ’ গান:
আবারও সুর চুরির অভিযোগ উঠেছে বলিউডের সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে বেজে উঠেছিল ইসরায়েলের জাতীয় সংগীত। আর সেখান থেকেই যেন নতুনভাবে আলোচনায় অনু মালিকের সুর চুরির ঘটনা।
আর্টিস্টিক জিমন্যাটিকসে সোনা জিতেছিলেন ইসরায়েলের জিমন্যাস্ট আরতেম দোলপিয়াত। তাঁকে পদক দেওয়ার সময়ই বাজানো হয়েছিল সে দেশের জাতীয় সংগীত। তা শুনেই চমকে ওঠেন অনেকে। এ যেন ঠিক নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘দিলজ্বলে’ সিনেমার ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানটি।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল হরি বাওয়েজা পরিচালিত ‘দিলজ্বলে’ ছবিটি। তাতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সোনালি বেন্দ্রে, মধু ও অমরেশ পুরী। ছবির আটটি গানেই সুর দিয়েছিলেন অনু মালিক। এর মাঝে ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানের সুরটি ‘হুবহু ইসরায়েলের জাতীয় সংগীতের সুরে করা। গানের দুটি ভার্সন তৈরি হয়েছিল। একটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। আরেকটি ভার্সন গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ইসরায়েলের জাতীয় সংগীতকেও বাদ দেননি অনু মালিক। তা দিয়ে ১৯৯৬ সালে গানও বানিয়ে ফেলেছিলেন! ভারতীয়রা এত দিন পর এসে আবিষ্কার করল সুর চুরির ঘটনা।
অনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে একাধিক ইংরেজি, পাকিস্তানি ও বাংলাদেশি গানের সুর নকল করেছেন অনু মালিক। বাংলাদেশের ‘মাইলস’ ব্যান্ডের গানের সুরও কপি করেছিলেন তিনি।
শুনুন ‘মেরা মুল্ক মেরা দেশ’ গান:
বাংলা ভাষায় জনপ্রিয় গান ‘লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে...’ গানের লেখক, কবি অরুণ চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ৮০ বছর বয়স হয়েছিল গুণী এই লেখকের...
১৬ মিনিট আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৫ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
৬ ঘণ্টা আগেএকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
৬ ঘণ্টা আগে