রণবীর সিংকে প্রতিদিনই কোনো না কোনো খবরে পাওয়া যায়। ছবিতে চুক্তি, ছবি মুক্তি—কত কী খবর এই অভিনেতাকে ঘিরে। এই যেমন গত সপ্তাহে আমেরিকার বাস্কেটবল লিগ এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) রণবীরকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করল। এ সপ্তাহেই রণবীরের মিউজিক লেবেল ‘ইন্সইঙ্ক’ থেকে বাংলা লোকগীতির গান ‘স্বপন’ প্রকাশিত হলো। মূক ও বধিরদের জন্য গান তৈরির উদ্যোগ নিয়েছেন রণবীর। সেখান থেকেই ‘ইন্সইঙ্ক’-এর জন্ম। এই মিউজিক লেবেল থেকে প্রতিটি গানের ভিডিওই তৈরি হয় সাইন ল্যাঙ্গুয়েজে। দীপান্বিতার গাওয়া ‘স্বপন’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
অমিতাভ, শাহরুখ, সালমানসহ বলিউডের অনেক তারকাই তাঁদের উপস্থিতিতে উজ্জ্বল করেছেন টেলিভিশনের পর্দা। পিছিয়ে থাকলেন না রণবীরও। হাজির হলেন ছোট পর্দায়। অনুষ্ঠানের নাম ‘দ্য বিগ পিকচার’। সঞ্চালক হিসেবে দেখা যাবে রণবীরকে। অনুষ্ঠানটির ফরম্যাট একটু অন্য রকম। ১২টি প্রশ্ন থাকবে, কিন্তু সব কটি প্রশ্নই ভিজ্যুয়াল-নির্ভর। সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলে মিলবে প্রাইজ মানি। ১৬ অক্টোবর থেকে প্রতি শনি ও রোববার কালার্স চ্যানেলে রাত ৮টায় দেখা যাবে রণবীর কাপুরের এই কুইজ শো।
রণবীর অভিনীত ছবি নিয়েও আছে গরম খবর। গত বছর থেকেই মুক্তির অপেক্ষায় ছিল কপিল দেবের বায়োপিক ‘৮৩’। লকডাউনের পরে ‘৮৩’ ছবির মুক্তি নিয়ে বারবার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছেন নির্মাতারা। অবশেষে ঠিক হয়েছে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক ‘৮৩’। রণবীরের এই ছবির সঙ্গে সংঘর্ষও এড়িয়েছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনও। আল্লু অর্জুনের ‘পুষ্প’ মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের বড়দিনে। রণবীরের ছবির সঙ্গে বক্স অফিসের সংঘর্ষ এড়াতেই মুক্তির তারিখ বদলেছেন ‘পুষ্প’ ছবির নির্মাতারা। ১৭ ডিসেম্বর মুক্তি পাবে আল্লু অর্জুনের ছবি।
‘৮৩’ ছবিটি ছবিটি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দল নিয়ে তৈরি হয়েছে। কপিল দেবের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর। রণবীরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ছবিটি পরিচালনা করছেন কবীর খান।
রণবীর এত দিন ব্যস্ত ছিলেন করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির শুটিংয়ে। এখন ব্যস্ত কুইজ শো নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’, ‘সার্কাস’।
রণবীর সিংকে প্রতিদিনই কোনো না কোনো খবরে পাওয়া যায়। ছবিতে চুক্তি, ছবি মুক্তি—কত কী খবর এই অভিনেতাকে ঘিরে। এই যেমন গত সপ্তাহে আমেরিকার বাস্কেটবল লিগ এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) রণবীরকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করল। এ সপ্তাহেই রণবীরের মিউজিক লেবেল ‘ইন্সইঙ্ক’ থেকে বাংলা লোকগীতির গান ‘স্বপন’ প্রকাশিত হলো। মূক ও বধিরদের জন্য গান তৈরির উদ্যোগ নিয়েছেন রণবীর। সেখান থেকেই ‘ইন্সইঙ্ক’-এর জন্ম। এই মিউজিক লেবেল থেকে প্রতিটি গানের ভিডিওই তৈরি হয় সাইন ল্যাঙ্গুয়েজে। দীপান্বিতার গাওয়া ‘স্বপন’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
অমিতাভ, শাহরুখ, সালমানসহ বলিউডের অনেক তারকাই তাঁদের উপস্থিতিতে উজ্জ্বল করেছেন টেলিভিশনের পর্দা। পিছিয়ে থাকলেন না রণবীরও। হাজির হলেন ছোট পর্দায়। অনুষ্ঠানের নাম ‘দ্য বিগ পিকচার’। সঞ্চালক হিসেবে দেখা যাবে রণবীরকে। অনুষ্ঠানটির ফরম্যাট একটু অন্য রকম। ১২টি প্রশ্ন থাকবে, কিন্তু সব কটি প্রশ্নই ভিজ্যুয়াল-নির্ভর। সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলে মিলবে প্রাইজ মানি। ১৬ অক্টোবর থেকে প্রতি শনি ও রোববার কালার্স চ্যানেলে রাত ৮টায় দেখা যাবে রণবীর কাপুরের এই কুইজ শো।
রণবীর অভিনীত ছবি নিয়েও আছে গরম খবর। গত বছর থেকেই মুক্তির অপেক্ষায় ছিল কপিল দেবের বায়োপিক ‘৮৩’। লকডাউনের পরে ‘৮৩’ ছবির মুক্তি নিয়ে বারবার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছেন নির্মাতারা। অবশেষে ঠিক হয়েছে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক ‘৮৩’। রণবীরের এই ছবির সঙ্গে সংঘর্ষও এড়িয়েছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনও। আল্লু অর্জুনের ‘পুষ্প’ মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের বড়দিনে। রণবীরের ছবির সঙ্গে বক্স অফিসের সংঘর্ষ এড়াতেই মুক্তির তারিখ বদলেছেন ‘পুষ্প’ ছবির নির্মাতারা। ১৭ ডিসেম্বর মুক্তি পাবে আল্লু অর্জুনের ছবি।
‘৮৩’ ছবিটি ছবিটি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দল নিয়ে তৈরি হয়েছে। কপিল দেবের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর। রণবীরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ছবিটি পরিচালনা করছেন কবীর খান।
রণবীর এত দিন ব্যস্ত ছিলেন করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির শুটিংয়ে। এখন ব্যস্ত কুইজ শো নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’, ‘সার্কাস’।
প্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
৭ মিনিট আগেবাংলা ভাষায় জনপ্রিয় গান ‘লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে...’ গানের লেখক, কবি অরুণ চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ৮০ বছর বয়স হয়েছিল গুণী এই লেখকের...
১ ঘণ্টা আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৫ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
৬ ঘণ্টা আগে