বিনোদন ডেস্ক
বড় পর্দায় ফুটে উঠেছে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের শিহরণ জাগানো গল্প। ১৯৮৩ সালে ইংল্যান্ডে ক্রিকেটের বিশ্বকাপ জয়ের ১৭ দিনের সেই কাহিনিই আড়াই ঘণ্টায় রুপালি পর্দায় তুলে ধরেছেন পরিচালক কবির খান। ‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা গেছে রণবীর সিংকে। ছবিতে নিজের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রণবীর। এবার জানা গেল, ফের একটি স্পোর্টস বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। এবার সাঁতারুর চরিত্রে দেখা যাবে।
এ মুহূর্তে রণবীরের হাতে রয়েছে পাঁচটি বায়োপিকের কাজ। সম্প্রতি, ই টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন ‘৮৩’-র ‘কপিল’। নিজেই বলেছেন ভবিষ্যতে একাধিক বায়োপিকে মূল চরিত্রে দেখা যাবে তাঁকে। এই তালিকার মধ্যে রয়েছে একটি সাতারুর চরিত্র।
সাক্ষাৎকারে ভবিষ্যতে তাঁর এই সাঁতারুর স্পোর্টস বায়োপিকের প্রসঙ্গ উঠলে তিনি জানান, এখনই এই নিয়ে কথা বলার সময় আসেনি। আরও একটু অপেক্ষা করতে হবে। পাঁচটি বায়োপিক নিয়েই কথা চলছে। ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তাঁর সব প্রজেক্টের।
বিশেষ চাহিদাসম্পন্ন সাঁতারুর প্রসঙ্গে প্রয়াত মাসুদুর রহমান বৈদ্যর কথা মনে পড়েছে অনেকেরই। দশ বছর বয়সে মাল গাড়ির নিচে নিজের দুই পা হারিয়েছিলেন মাসুদুর। তবু প্রতিবন্ধকতার বিরুদ্ধে থেমে থাকেনি মাসুদুরের লড়াই। অবিশ্বাস্য এই সাঁতারুর নিজের দুর্বলতাকেই নিজের শক্তি বানিয়ে দৌড় শুরু করেন তিনি। পেরিয়েছিলেন ইংলিশ চ্যানেল।
বড় পর্দায় ফুটে উঠেছে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের শিহরণ জাগানো গল্প। ১৯৮৩ সালে ইংল্যান্ডে ক্রিকেটের বিশ্বকাপ জয়ের ১৭ দিনের সেই কাহিনিই আড়াই ঘণ্টায় রুপালি পর্দায় তুলে ধরেছেন পরিচালক কবির খান। ‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা গেছে রণবীর সিংকে। ছবিতে নিজের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রণবীর। এবার জানা গেল, ফের একটি স্পোর্টস বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। এবার সাঁতারুর চরিত্রে দেখা যাবে।
এ মুহূর্তে রণবীরের হাতে রয়েছে পাঁচটি বায়োপিকের কাজ। সম্প্রতি, ই টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন ‘৮৩’-র ‘কপিল’। নিজেই বলেছেন ভবিষ্যতে একাধিক বায়োপিকে মূল চরিত্রে দেখা যাবে তাঁকে। এই তালিকার মধ্যে রয়েছে একটি সাতারুর চরিত্র।
সাক্ষাৎকারে ভবিষ্যতে তাঁর এই সাঁতারুর স্পোর্টস বায়োপিকের প্রসঙ্গ উঠলে তিনি জানান, এখনই এই নিয়ে কথা বলার সময় আসেনি। আরও একটু অপেক্ষা করতে হবে। পাঁচটি বায়োপিক নিয়েই কথা চলছে। ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তাঁর সব প্রজেক্টের।
বিশেষ চাহিদাসম্পন্ন সাঁতারুর প্রসঙ্গে প্রয়াত মাসুদুর রহমান বৈদ্যর কথা মনে পড়েছে অনেকেরই। দশ বছর বয়সে মাল গাড়ির নিচে নিজের দুই পা হারিয়েছিলেন মাসুদুর। তবু প্রতিবন্ধকতার বিরুদ্ধে থেমে থাকেনি মাসুদুরের লড়াই। অবিশ্বাস্য এই সাঁতারুর নিজের দুর্বলতাকেই নিজের শক্তি বানিয়ে দৌড় শুরু করেন তিনি। পেরিয়েছিলেন ইংলিশ চ্যানেল।
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৩ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
৪ ঘণ্টা আগেএকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
৪ ঘণ্টা আগেচলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
৪ ঘণ্টা আগে