ফের বিয়ে করলেন আরবাজ খান

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১১: ০৮
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২: ১৫

গতকাল রোববার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা ও সালমান খানের ভাই আরবাজ খান। মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার পর কেটে গেছে ৬ বছর। মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন বলিউডের এ অভিনেতা-প্রযোজক। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা।

সপ্তাহখানেক আগেই শুরার সঙ্গে আরবাজের প্রেমচর্চা সামনে আসে। মাস শেষ হওয়ার আগেই বিয়ে সারলেন দুজনে। এদিন আরবাজ খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের ভালোবাসার মানুষদের উপস্থিতিতে আজ থেকে আমি এবং আমার (প্রিয়তমা) আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের সবার আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি।’

বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানিতে দেখা মিলেছে আরবাজকে। কনে শুরা পরেছিলেন প্যাস্টেল লেহেঙ্গা। বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকার পুত্র আরহান খান। কালো রঙের যোধপুরী স্যুটে নজর কেড়েছেন তিনি। হাসিমুখে পোজ দিয়েছেন বাবা ও সৎমা শুরার সঙ্গে।

আরবাজ ও শুরা। ছবি: সংগৃহীতবোন অর্পিতা খানের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। কনেপক্ষ হিসেবে আরবাজের বিয়েতে উপস্থিত ছিলেন রাভিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা। তাঁদের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন কনে শুরা। সালমানের পাশাপাশি সোহেল খান ও তাঁর দুই পুত্র, সেলিম খান-সালমা খান উপস্থিত ছিলেন আরবাজের বিয়েতে। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন রীতেশ-জেনেলিয়া, বাবা সিদ্দিকি, ফারহা খান, সাজিদ খানসহ আরও অনেকে।

উল্লেখ্য, বলিউডের আদর্শ দম্পতি হিসেবেই একটা সময় পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। তবে ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজনে। মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্সের পর আরবাজ প্রেমে পড়েছিলেন বিদেশি জর্জিয়ার। কিন্তু চলতি মাসের গোড়াতেই সেই প্রেম ভাঙার গুঞ্জনে সিলমোহর দেন জর্জিয়া। মাস ঘুরতে না ঘুরতেই শুরাকে বিয়ে করলেন আরবাজ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত