বিনোদন ডেস্ক
আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ প্রত্যাশা থাকলেও শোচনীয়ভাবে ফ্লপ হয় বক্স অফিসে। ব্যর্থতার পরই অভিনয় থেকে বিরতি নেন আমির। সেই সময়ের অপ্রকাশিত এক ঘটনার কথা এবার জানিয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তিনি জানিয়েছেন, সবার কাছে দায়ভার স্বীকার করতে পার্টির আয়োজন করেছিলেন আমির।
‘দ্য লালনটপ শো’তে কথা বলার সময় সিনেমাটির ব্যর্থতার পর আমির খান ও অন্যরা কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা জানিয়েছেন মুকেশ। তিনি বলেন, ‘আমিরের সঙ্গে কাজ করার বিশেষ বিষয় হলো, পাঁচ মিনিট পর আপনি ভুলে যান যে তিনি একজন সুপারস্টার। তাঁকে সব সময় খুব পরিশ্রমী নবাগত অভিনেতা বলে মনে হয়। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আমি আমির ও পরিচালক অদ্বৈত চন্দন একসঙ্গে বসি। আমরা বিশ্বাস করতে পারিনি এটি ব্যর্থ হতে পারে।’
মুকেশ ছাবরা জানিয়েছেন, আমির সব কলাকুশলীর সম্মানে পার্টির আয়োজন করেছিলেন, তা হয়তো অনেকেই জানেন না। সেখানে আমির সব দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আমির সবার উদ্দেশে সেখানে বলেন, ‘দুঃখিত, সিনেমাটি কাজ করেনি, তবে আমাদের উদ্যাপন করা উচিত।’ আমরা অবাক হয়েছিলাম, আমির পার্টি করছে কেন! কে এটা করে? পার্টিতে কারিনা কাপুরসহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে আমির বলতে থাকেন, ‘এটা আমর ভুল।’
‘লাল সিং চাড্ডা’ ছিল সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। গত বছরের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ প্রত্যাশা থাকলেও শোচনীয়ভাবে ফ্লপ হয় বক্স অফিসে। ব্যর্থতার পরই অভিনয় থেকে বিরতি নেন আমির। সেই সময়ের অপ্রকাশিত এক ঘটনার কথা এবার জানিয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তিনি জানিয়েছেন, সবার কাছে দায়ভার স্বীকার করতে পার্টির আয়োজন করেছিলেন আমির।
‘দ্য লালনটপ শো’তে কথা বলার সময় সিনেমাটির ব্যর্থতার পর আমির খান ও অন্যরা কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা জানিয়েছেন মুকেশ। তিনি বলেন, ‘আমিরের সঙ্গে কাজ করার বিশেষ বিষয় হলো, পাঁচ মিনিট পর আপনি ভুলে যান যে তিনি একজন সুপারস্টার। তাঁকে সব সময় খুব পরিশ্রমী নবাগত অভিনেতা বলে মনে হয়। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আমি আমির ও পরিচালক অদ্বৈত চন্দন একসঙ্গে বসি। আমরা বিশ্বাস করতে পারিনি এটি ব্যর্থ হতে পারে।’
মুকেশ ছাবরা জানিয়েছেন, আমির সব কলাকুশলীর সম্মানে পার্টির আয়োজন করেছিলেন, তা হয়তো অনেকেই জানেন না। সেখানে আমির সব দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আমির সবার উদ্দেশে সেখানে বলেন, ‘দুঃখিত, সিনেমাটি কাজ করেনি, তবে আমাদের উদ্যাপন করা উচিত।’ আমরা অবাক হয়েছিলাম, আমির পার্টি করছে কেন! কে এটা করে? পার্টিতে কারিনা কাপুরসহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে আমির বলতে থাকেন, ‘এটা আমর ভুল।’
‘লাল সিং চাড্ডা’ ছিল সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। গত বছরের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
আর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
৮ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৮ ঘণ্টা আগেবিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই জেমসকে মঞ্চে আনা হয়।
১২ ঘণ্টা আগেপ্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
১৪ ঘণ্টা আগে