পিছিয়ে যাচ্ছে ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১১: ৫০
আপডেট : ১৬ জুন ২০২৪, ১১: ৫২

বছরের অন্যতম প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’ এর মুক্তির তারিখ পেছাচ্ছে। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির কথা থাকলেও ভারতীয় সংবাদমাধ্যমে খবর, পিছিয়ে যাচ্ছে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানার অভিনীত সিনেমাটির মুক্তি। সেটাও আবার অনির্দিষ্ট কালের জন্য।

ট্র্যাক টলিউড প্রতিবেদন অনুসারে খবর, কিছু পোস্ট-প্রোডাকশন কাজ এখনও বাকি থাকায় এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন সিনেমাটির প্রধান এডিটর কার্তিকা শ্রীনিবাস। শেষ মুহূর্তে এডিটিং-এর কাজ সামলাচ্ছেন নবীন নুলি।

আল্লু-রাশমিকা। ছবি: সংগৃহীতভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর, সিনেমার বেশ কিছু দৃশ্যের পুনরায় শুটিং করছেন পরিচালক সুকুমার। ডিএফএক্সের গুণমানে ছাড় দিতে চাইছেন না তিনি।

শোনা যাচ্ছে, দীপাবলির সময় মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। যদিও এ বিষয়ে এখনও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা আসেনি। এদিকে ‘পুষ্পা ২’ মুক্তি পিছিয়ে যাওয়ার খবরে তামিল, তেলুগু, হিন্দিসহ অন্যান্য সিনেমার প্রযোজকেরা ১৫ আগস্ট তাঁদের সিনেমা মুক্তির তোড়জোড় চালাচ্ছেন বলেই খবর।

এদিকে শুধু ‘পুষ্পা ২’ নয়, অজয় দেবগনের ‘সিংহাম অ্যাগেইন’ এর মুক্তিও ১৫ আগস্ট হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে গেছে। তবে ‘খেল খেল মে’, ‘বেদা’, ‘স্ত্রী-২’ মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে এস আলম গ্রুপের ২ জনের নামে প্রতারণার মামলা

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার, ৭ দিনের পুলিশ হেফাজত

গাজীপুর থেকে ঢাকায় ট্রেনে অফিস, চালু হচ্ছে চার জোড়া কমিউটার

বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি, এরপরই লাহোর

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সাবরেজিস্ট্রার, গড়েছেন সম্পদের পাহাড়

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত