ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
দীর্ঘ ১৮ মাস পর গত শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। রুমগুলোতে আলো জ্বলেনি দীর্ঘ এই দেড় বছর। কারও পদচিহ্নও পড়েনি এই সময়টায়। আর এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৪৩২ নম্বর কক্ষে বাসা বাঁধে এক জোড়া ঘুঘু। ঘরের মধ্যে ডিমও দিয়েছে তারা।
পাখি বিশেষজ্ঞদের মতে, বাসা বাঁধার মৌসুম ছাড়া সাধারণত দলে থাকতে পছন্দ করে ঘুঘু। ঝোপঝাড়, গাছের উঁচু-নিচু ডাল, পছন্দমতো জায়গা পেলেই ঘুঘু বাসা বাঁধে। তবে করোনাকালে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হলের কক্ষকেই বেছে নিয়েছে ওই এক জোড়া ঘুঘু। গত ৩০ বছরে ঘুঘুর সংখ্যা কমেছে। কোথাও কোথাও এদের সংখ্যা কমে চার ভাগের এক ভাগে নেমে এসেছে।
এ বিষয়ে লালন শাহ হলের ৪৩২ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থীরা বলেন, দেড় বছর পর হলের রুমে ঢুকেই ওই ঘুঘু জোড়ার উপস্থিতি লক্ষ্য করি। আমাদের দেখে উড়তে শুরু করে তারা। পাখিগুলো রান্নার হাঁড়িতে বাসা বেঁধেছে। সেখানে তারা ডিম পেড়েছে এবং বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছে।
ওই রুমের আরেক শিক্ষার্থী মো. তৌফিক হোসেন বলেন, এ অনুভূতি সত্যিই অসাধারণ। পাখি পোষা অনেকের কাছে শখের। কিন্তু আমার কাছে মনে হয় পাখি ধরে খাঁচায় বন্ধ করে রাখা মানে তার স্বাধীনতা হরণ করা। সকল প্রাণিই স্বাধীনভাবে বেঁচে থাকবে এটাই প্রত্যাশা। এরই মধ্যে আমার এক বন্ধুর সহযোগিতায় হল রুমের জানালার ওপরে খড়কুটোসহ পাখিটিকে বসিয়ে দিয়েছি।
দীর্ঘ ১৮ মাস পর গত শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। রুমগুলোতে আলো জ্বলেনি দীর্ঘ এই দেড় বছর। কারও পদচিহ্নও পড়েনি এই সময়টায়। আর এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৪৩২ নম্বর কক্ষে বাসা বাঁধে এক জোড়া ঘুঘু। ঘরের মধ্যে ডিমও দিয়েছে তারা।
পাখি বিশেষজ্ঞদের মতে, বাসা বাঁধার মৌসুম ছাড়া সাধারণত দলে থাকতে পছন্দ করে ঘুঘু। ঝোপঝাড়, গাছের উঁচু-নিচু ডাল, পছন্দমতো জায়গা পেলেই ঘুঘু বাসা বাঁধে। তবে করোনাকালে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হলের কক্ষকেই বেছে নিয়েছে ওই এক জোড়া ঘুঘু। গত ৩০ বছরে ঘুঘুর সংখ্যা কমেছে। কোথাও কোথাও এদের সংখ্যা কমে চার ভাগের এক ভাগে নেমে এসেছে।
এ বিষয়ে লালন শাহ হলের ৪৩২ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থীরা বলেন, দেড় বছর পর হলের রুমে ঢুকেই ওই ঘুঘু জোড়ার উপস্থিতি লক্ষ্য করি। আমাদের দেখে উড়তে শুরু করে তারা। পাখিগুলো রান্নার হাঁড়িতে বাসা বেঁধেছে। সেখানে তারা ডিম পেড়েছে এবং বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছে।
ওই রুমের আরেক শিক্ষার্থী মো. তৌফিক হোসেন বলেন, এ অনুভূতি সত্যিই অসাধারণ। পাখি পোষা অনেকের কাছে শখের। কিন্তু আমার কাছে মনে হয় পাখি ধরে খাঁচায় বন্ধ করে রাখা মানে তার স্বাধীনতা হরণ করা। সকল প্রাণিই স্বাধীনভাবে বেঁচে থাকবে এটাই প্রত্যাশা। এরই মধ্যে আমার এক বন্ধুর সহযোগিতায় হল রুমের জানালার ওপরে খড়কুটোসহ পাখিটিকে বসিয়ে দিয়েছি।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
১৬ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
১৬ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১ দিন আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
২ দিন আগে