অনলাইন ডেস্ক
অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ক্রমেই ঊর্ধ্বগামী হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার পারদ। নাসার বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিগত কয়েক হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস হতে চলেছে চলতি জুলাই। তবে নতুন গবেষণা বলছে, হাজার বছর নয় বরং লাখ বছর আগের রেকর্ডও ভেঙে ফেলেছে। নতুন গবেষণা বলছে, চলতি বছরের তাপমাত্রা ১ লাখ ২০ হাজার বছর আগের রেকর্ড ভেঙে ফেলেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে—চলতি জুলাইয়ের তাপমাত্রা এরই মধ্যে প্রাক-শিল্পযুগের তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এরই সূত্র ধরে ডব্লিউএমও জানিয়েছে, চলতি জুলাইয়ের প্রথম তিন সপ্তাহ অতীতের যেকোনো বছরের চেয়ে উষ্ণতম সময় ছিল।
জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলাফলকে আমলে নিয়ে বর্তমান তাপমাত্রা নিয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞানী মাইকেল ম্যান বলেন, ‘এটি এখন নিশ্চিত যে, চলতি জুলাই ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করতে যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘যদি একই হারে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হতে থাকে তবে বিশ্ব আরও উষ্ণ হতেই থাকবে।’
সাধারণত, বিশ্বের দক্ষিণ গোলার্ধে জুলাই মাসের গড় তাপমাত্রা থাকে ১৬ ডিগ্রি ফারেনহাইট। যা এমনি স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙে দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
এই বিষয়টি আমলে নিয়ে জার্মানির লিপজিগের জলবায়ু বিজ্ঞানী কার্স্টেন হাউস্টেইন বলেন, ‘অধিকন্তু, আমাদের গ্রহের বর্তমান তাপমাত্রা বৃদ্ধির ট্র্যাক রেকর্ড খুঁজে পেতে আমাদের কেবল শত বা হাজার বছর নয় বরং লাখ বছর পিছিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘বিভিন্ন বিষয় যেমন—বরফের গাঠনিক কেন্দ্র কিংবা গাছের বলয়ের মতো বিষয় পরীক্ষা করে আমরা দেখতে পেয়েছি যে, বিগত ১ লাখ ২০ হাজার বছরের মধ্যে পৃথিবী এত উষ্ণ কখনো ছিল না।’
হাউস্টেইনের বিশ্লেষণ প্রাথমিক তাপমাত্রার ডেটা এবং আবহাওয়ার মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেই মডেলে লাখ বছর আগে থেকে শুরু করে এ মাসের শেষ পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। গবেষণাটির বিষয়ে ব্রিটেনের লিডস ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী পিয়ার্স ফরস্টার বলেন, ‘সমুদ্র এবং ভূমিতে তাপমাত্রা পরিমাপের সমন্বয়ে বেশ কয়েকটি স্বাধীন ডেটা সেটের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হয়েছে। এটি পরিসংখ্যানগতভাবে শক্তিশালী।’
অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ক্রমেই ঊর্ধ্বগামী হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার পারদ। নাসার বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিগত কয়েক হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস হতে চলেছে চলতি জুলাই। তবে নতুন গবেষণা বলছে, হাজার বছর নয় বরং লাখ বছর আগের রেকর্ডও ভেঙে ফেলেছে। নতুন গবেষণা বলছে, চলতি বছরের তাপমাত্রা ১ লাখ ২০ হাজার বছর আগের রেকর্ড ভেঙে ফেলেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে—চলতি জুলাইয়ের তাপমাত্রা এরই মধ্যে প্রাক-শিল্পযুগের তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এরই সূত্র ধরে ডব্লিউএমও জানিয়েছে, চলতি জুলাইয়ের প্রথম তিন সপ্তাহ অতীতের যেকোনো বছরের চেয়ে উষ্ণতম সময় ছিল।
জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলাফলকে আমলে নিয়ে বর্তমান তাপমাত্রা নিয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞানী মাইকেল ম্যান বলেন, ‘এটি এখন নিশ্চিত যে, চলতি জুলাই ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করতে যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘যদি একই হারে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হতে থাকে তবে বিশ্ব আরও উষ্ণ হতেই থাকবে।’
সাধারণত, বিশ্বের দক্ষিণ গোলার্ধে জুলাই মাসের গড় তাপমাত্রা থাকে ১৬ ডিগ্রি ফারেনহাইট। যা এমনি স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙে দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
এই বিষয়টি আমলে নিয়ে জার্মানির লিপজিগের জলবায়ু বিজ্ঞানী কার্স্টেন হাউস্টেইন বলেন, ‘অধিকন্তু, আমাদের গ্রহের বর্তমান তাপমাত্রা বৃদ্ধির ট্র্যাক রেকর্ড খুঁজে পেতে আমাদের কেবল শত বা হাজার বছর নয় বরং লাখ বছর পিছিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘বিভিন্ন বিষয় যেমন—বরফের গাঠনিক কেন্দ্র কিংবা গাছের বলয়ের মতো বিষয় পরীক্ষা করে আমরা দেখতে পেয়েছি যে, বিগত ১ লাখ ২০ হাজার বছরের মধ্যে পৃথিবী এত উষ্ণ কখনো ছিল না।’
হাউস্টেইনের বিশ্লেষণ প্রাথমিক তাপমাত্রার ডেটা এবং আবহাওয়ার মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেই মডেলে লাখ বছর আগে থেকে শুরু করে এ মাসের শেষ পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। গবেষণাটির বিষয়ে ব্রিটেনের লিডস ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী পিয়ার্স ফরস্টার বলেন, ‘সমুদ্র এবং ভূমিতে তাপমাত্রা পরিমাপের সমন্বয়ে বেশ কয়েকটি স্বাধীন ডেটা সেটের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হয়েছে। এটি পরিসংখ্যানগতভাবে শক্তিশালী।’
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
১৮ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
১৮ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১ দিন আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
২ দিন আগে