নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জলবায়ু অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু প্রভাবে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হন। এ ক্ষেত্রে লবণাক্ত বৃদ্ধি পাওয়ায় নারীরা সুপেয় পানির অভাবে পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ সেবনের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। জলবায়ু বিষয়ে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিভিন্ন প্রশিক্ষণ সূচিতে এ বিষয়ে সেশন রাখা হচ্ছে বলে জানান।
প্রধান আলোচক মালিক ফিদা এ খান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণে এগিয়ে আছে। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে ২০৫০ সাল নাগাদ জলবায়ুবান্ধব সমাজ গঠনের জন্য গণমাধ্যমকর্মীদের শক্তিশালী ভূমিকা পালন করতে বলেন। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান প্রণয়নে বিশ্বের ৪২টি দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম ৫ টির মধ্যে বিবেচিত করা হয়েছে।
মুক্ত আলোচনায় সুইডিস দূতাবাসের প্রথম সচিব নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ইস্যু নিয়ে সার্বিক তথ্য প্রকাশের জন্য গণমাধ্যম ও জলবায়ু বিশেষজ্ঞদের যৌথভাবে কাজ করার অনুরোধ করেন। এ ক্ষেত্রে, বৈজ্ঞানিক ও স্থানীয় জ্ঞানের সমন্বয় করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন অংশীজনদের মধ্যে অংশীদারত্ব বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে এ সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ দেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অন্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, অতিরিক্ত মহাপরিচালক সূফী জাকির হোসেন, পরিচালক এ, কে, এম আজিজুল হক, পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, বিসিজেএফের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সেমিনারে অংশ নেন। এ ছাড়া ইনস্টিটিউটের সহকারী পরিচালক নাফিস আহমেদ এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জলবায়ু অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু প্রভাবে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হন। এ ক্ষেত্রে লবণাক্ত বৃদ্ধি পাওয়ায় নারীরা সুপেয় পানির অভাবে পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ সেবনের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। জলবায়ু বিষয়ে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিভিন্ন প্রশিক্ষণ সূচিতে এ বিষয়ে সেশন রাখা হচ্ছে বলে জানান।
প্রধান আলোচক মালিক ফিদা এ খান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণে এগিয়ে আছে। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে ২০৫০ সাল নাগাদ জলবায়ুবান্ধব সমাজ গঠনের জন্য গণমাধ্যমকর্মীদের শক্তিশালী ভূমিকা পালন করতে বলেন। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান প্রণয়নে বিশ্বের ৪২টি দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম ৫ টির মধ্যে বিবেচিত করা হয়েছে।
মুক্ত আলোচনায় সুইডিস দূতাবাসের প্রথম সচিব নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ইস্যু নিয়ে সার্বিক তথ্য প্রকাশের জন্য গণমাধ্যম ও জলবায়ু বিশেষজ্ঞদের যৌথভাবে কাজ করার অনুরোধ করেন। এ ক্ষেত্রে, বৈজ্ঞানিক ও স্থানীয় জ্ঞানের সমন্বয় করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন অংশীজনদের মধ্যে অংশীদারত্ব বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে এ সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ দেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অন্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, অতিরিক্ত মহাপরিচালক সূফী জাকির হোসেন, পরিচালক এ, কে, এম আজিজুল হক, পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, বিসিজেএফের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সেমিনারে অংশ নেন। এ ছাড়া ইনস্টিটিউটের সহকারী পরিচালক নাফিস আহমেদ এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
১১ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
১১ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১ দিন আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১ দিন আগে