ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন নিয়ে দলটির অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি গঠনে তৃণমূলের যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলায় বিএনপিকে সুসংগঠিত করতে এর সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে মোরশেদ হাজারী এবং সদস্যসচিব করা হয়েছে মাহমুদুল হাসান দিলুকে। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে মুনসুর আলম এবং সদস্যসচিব করা হয়েছে ইউসুফ আল মাসুদকে। শ্রমিক দলের কমিটিতে সভাপতি করা হয়েছে নুরুল আলম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ শফিকে।
উপজেলা যুবদলের সদস্য শেখ মোহাম্মদ সুমন অভিযোগ করে বলেন, ‘টাকার বিনিময়ে পদ-পদবি বিক্রি হচ্ছে। তা ছাড়া অনুগত না হলে পদ পাওয়া দুষ্কর। যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। টাকা দিতে পারলে আমাকে কমিটিতে ভালো পদ দেওয়া হতো। বিষয়টি দলের নেতাদের জানিয়েছি।’
উত্তর জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন বলেন, ‘ব্যক্তির পূজা করতে না পারায় আমাকে দলের গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়নি। ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি।’
উপজেলা ছাত্রদলের সদস্য মুহাম্মদ তারেকুল ইসলাম বলেন, ‘টাকার বিনিময়ে নেতারা নীতি বিসর্জন দিচ্ছেন। এ লজ্জা রাখি কোথায়।’ তিনি অবিলম্বে দলের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরোয়ার আলমগীর বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে অবস্থানকারী এক নেতা বিএনপির রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটি বানাচ্ছেন। তিনি অযোগ্যদের দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের পাঁয়তারা করছেন।’
অভিযোগের বিষয়ে উত্তর জেলা ও উপজেলা বিএনপির সদস্য কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলে যোগ্য ও ত্যাগী নেতাদের আধিক্যও বেশি। কিন্তু কমিটিতে সবাইকে রাখা সম্ভব নয়। অভিযোগ সত্য নয়।’
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন, ‘কাজ করলে অভিযোগ আসবেই। নেতৃত্ব থেকে ছিটকে তাঁরা এসব অপপ্রচার করছেন।’
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন নিয়ে দলটির অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি গঠনে তৃণমূলের যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলায় বিএনপিকে সুসংগঠিত করতে এর সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে মোরশেদ হাজারী এবং সদস্যসচিব করা হয়েছে মাহমুদুল হাসান দিলুকে। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে মুনসুর আলম এবং সদস্যসচিব করা হয়েছে ইউসুফ আল মাসুদকে। শ্রমিক দলের কমিটিতে সভাপতি করা হয়েছে নুরুল আলম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ শফিকে।
উপজেলা যুবদলের সদস্য শেখ মোহাম্মদ সুমন অভিযোগ করে বলেন, ‘টাকার বিনিময়ে পদ-পদবি বিক্রি হচ্ছে। তা ছাড়া অনুগত না হলে পদ পাওয়া দুষ্কর। যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। টাকা দিতে পারলে আমাকে কমিটিতে ভালো পদ দেওয়া হতো। বিষয়টি দলের নেতাদের জানিয়েছি।’
উত্তর জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন বলেন, ‘ব্যক্তির পূজা করতে না পারায় আমাকে দলের গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়নি। ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি।’
উপজেলা ছাত্রদলের সদস্য মুহাম্মদ তারেকুল ইসলাম বলেন, ‘টাকার বিনিময়ে নেতারা নীতি বিসর্জন দিচ্ছেন। এ লজ্জা রাখি কোথায়।’ তিনি অবিলম্বে দলের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরোয়ার আলমগীর বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে অবস্থানকারী এক নেতা বিএনপির রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটি বানাচ্ছেন। তিনি অযোগ্যদের দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের পাঁয়তারা করছেন।’
অভিযোগের বিষয়ে উত্তর জেলা ও উপজেলা বিএনপির সদস্য কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলে যোগ্য ও ত্যাগী নেতাদের আধিক্যও বেশি। কিন্তু কমিটিতে সবাইকে রাখা সম্ভব নয়। অভিযোগ সত্য নয়।’
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন, ‘কাজ করলে অভিযোগ আসবেই। নেতৃত্ব থেকে ছিটকে তাঁরা এসব অপপ্রচার করছেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে