ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি
চরফ্যাশনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী পৃথক ১০টি সহিংসতার ঘটনায় ৪৮ জন আহত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বসতঘর ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
গত রোববার সন্ধ্যায় ভোটের ফল ঘোষণার পর থেকে গতকাল সোমবার দুপুর ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
চর মানিকার ৭ নম্বর ওয়ার্ডের লোকমান বাড়ি এবং রসূলপুরের ৫ নম্বর ওয়ার্ডের মাজেদের বাড়িতে অভিযান চালিয়ে দেশি অস্ত্র উদ্ধার করেছে সংশ্লিষ্ট দক্ষিণ আইচা ও শশীভূষণ থানা-পুলিশ।
জানা গেছে, রসূলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা সমান হওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় টিউবওয়েল প্রতীকের কর্মী-সমর্থকেরা প্রতিপক্ষ তালা প্রতীকের প্রার্থী শাহ আলমের বাড়িতে হামলা চালান। এতে কয়েকজন আহত হয়েছেন।
এ ছাড়া আবদুল্লাহপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী ইউসুফের সমর্থকদের ওপর পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা হামলা করেছেন। একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত প্রার্থী আবুল কালাম সরদারের কর্মীদের ওপর হামলা করেন বিজয়ী প্রার্থী খালেক শিকদারের কর্মীরা। ওই ইউনিয়নের বিজয়ী প্রার্থী মাকসুদ বকসীর কর্মীকে কুপিয়েছেন পরাজিত প্রার্থী কবির ফরাজির কর্মীরা।
চর মানিকার ৯ নম্বর ওয়ার্ড বিজয়ী প্রার্থী কামাল চৌধুরীর কর্মীরা পরাজিত প্রার্থী ইব্রাহীম কাজির কর্মীদের ওপর হামলা করেছেন। হামলার শিকার হয়েছেন পরাজিত সদস্য প্রার্থীর এজেন্ট মনিরকে পিটিয়ে জখম করেছে বিজয়ী প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মীরা। রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী হেলাল খানের ভাই সালাউদ্দিনকে মারধর করেছেন বিজয়ী প্রার্থী কাশেম মোল্লার কর্মীরা।
অভিযুক্ত প্রার্থী কামাল খান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িঘরে হামলার ঘটনা অস্বীকার করে বলেন, ‘উভয় প্রার্থীর ভোট গণনায় ফল ড্র হওয়ার পর কারা তাঁর বাড়িতে হামলা করেছেন, আমার জানা নেই।’
থানার ওসি মিজানুর রহমান জানান, সন্ধ্যার পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত আছে।’
চরফ্যাশনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী পৃথক ১০টি সহিংসতার ঘটনায় ৪৮ জন আহত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বসতঘর ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
গত রোববার সন্ধ্যায় ভোটের ফল ঘোষণার পর থেকে গতকাল সোমবার দুপুর ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
চর মানিকার ৭ নম্বর ওয়ার্ডের লোকমান বাড়ি এবং রসূলপুরের ৫ নম্বর ওয়ার্ডের মাজেদের বাড়িতে অভিযান চালিয়ে দেশি অস্ত্র উদ্ধার করেছে সংশ্লিষ্ট দক্ষিণ আইচা ও শশীভূষণ থানা-পুলিশ।
জানা গেছে, রসূলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা সমান হওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় টিউবওয়েল প্রতীকের কর্মী-সমর্থকেরা প্রতিপক্ষ তালা প্রতীকের প্রার্থী শাহ আলমের বাড়িতে হামলা চালান। এতে কয়েকজন আহত হয়েছেন।
এ ছাড়া আবদুল্লাহপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী ইউসুফের সমর্থকদের ওপর পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা হামলা করেছেন। একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত প্রার্থী আবুল কালাম সরদারের কর্মীদের ওপর হামলা করেন বিজয়ী প্রার্থী খালেক শিকদারের কর্মীরা। ওই ইউনিয়নের বিজয়ী প্রার্থী মাকসুদ বকসীর কর্মীকে কুপিয়েছেন পরাজিত প্রার্থী কবির ফরাজির কর্মীরা।
চর মানিকার ৯ নম্বর ওয়ার্ড বিজয়ী প্রার্থী কামাল চৌধুরীর কর্মীরা পরাজিত প্রার্থী ইব্রাহীম কাজির কর্মীদের ওপর হামলা করেছেন। হামলার শিকার হয়েছেন পরাজিত সদস্য প্রার্থীর এজেন্ট মনিরকে পিটিয়ে জখম করেছে বিজয়ী প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মীরা। রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী হেলাল খানের ভাই সালাউদ্দিনকে মারধর করেছেন বিজয়ী প্রার্থী কাশেম মোল্লার কর্মীরা।
অভিযুক্ত প্রার্থী কামাল খান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িঘরে হামলার ঘটনা অস্বীকার করে বলেন, ‘উভয় প্রার্থীর ভোট গণনায় ফল ড্র হওয়ার পর কারা তাঁর বাড়িতে হামলা করেছেন, আমার জানা নেই।’
থানার ওসি মিজানুর রহমান জানান, সন্ধ্যার পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত আছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে