ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি-আমেরিকান ও প্রথম মুসলিম কাউন্সিলওমেন হিসেবে জয়ী হয়েছেন চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ। গত মঙ্গলবার ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ডেমোক্রেটিক পার্টির হয়ে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট।
এদিকে গতকাল বুধবার এ সংবাদ জানাজানির পর উচ্ছ্বাসে ভাসছে শাহানা হানিফের পিতার গ্রাম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকার পূর্ব ফরহাদাবাদ। ওই গ্রামে বসবাস করা তাঁর চাচা মুহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ১৯৮১ সালে তাঁর ভাই মোহাম্মদ হানিফ নিউইয়র্কে পাড়ি জমান। পরে দেশে এসে ১৯৮৯ সালে উপজেলার বাসিন্দা রোসাংগিরি গ্রামের মেয়ে রেহেনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯০ সালে স্ত্রী রেহেনাকে সেখানে নিয়ে যান। সেখানেই জন্ম হয় শাহানা হানিফের। লেখাপড়া শেষে শাহানা সেখানকার রাজনীতিতে নিজেকে নিয়োজিত করেন।
একই গ্রামের বাসিন্দা ফটিকছড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘আমাদের ফটিকছড়ির জন্য এটি ইতিহাস হয়ে থাকবে। এলাকার মেয়ে নিউইয়র্কে থেকে আমাদের জন্য যে সুনাম কুড়িয়েছেন এটি অত্যন্ত আনন্দের। এজন্য আমি আনন্দিত এবং গর্বিত।’
উপজেলার নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌলাহ বলেন, ‘আমাদের মেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে প্রমাণ করেছে চেষ্টাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আমি আজ গৌরবান্বিত যে আমাদের পৌর এলাকার মেয়ে বিশ্বেও কাছে মাথা উচু করে দাঁড়িয়েছে। আমি তাঁর সাফল্য কামনা করছি।’
ব্যবসায়ী শম্ভু কুমার শীল বলেন, ‘তাঁর সাফল্যে আমরা সবাই আনন্দিত। তাঁকে অভিনন্দন জানাই।’
পূর্ব-ফরহাদাবাদ গ্রামের সমাজসেবক মুহাম্মদ আলমগীর আলম বলেন, ‘শাহানা সারা বিশ্বে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। ভবিষ্যতেও শাহানা এ ধারা অব্যাহত রাখবেন—এ প্রত্যাশা রইল।’
শাহানা বাবা মোহাম্মদ হানিফ মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি-আমেরিকান ও প্রথম মুসলিম কাউন্সিলওমেন হিসেবে জয়ী হয়েছেন চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ। গত মঙ্গলবার ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ডেমোক্রেটিক পার্টির হয়ে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট।
এদিকে গতকাল বুধবার এ সংবাদ জানাজানির পর উচ্ছ্বাসে ভাসছে শাহানা হানিফের পিতার গ্রাম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকার পূর্ব ফরহাদাবাদ। ওই গ্রামে বসবাস করা তাঁর চাচা মুহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ১৯৮১ সালে তাঁর ভাই মোহাম্মদ হানিফ নিউইয়র্কে পাড়ি জমান। পরে দেশে এসে ১৯৮৯ সালে উপজেলার বাসিন্দা রোসাংগিরি গ্রামের মেয়ে রেহেনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯০ সালে স্ত্রী রেহেনাকে সেখানে নিয়ে যান। সেখানেই জন্ম হয় শাহানা হানিফের। লেখাপড়া শেষে শাহানা সেখানকার রাজনীতিতে নিজেকে নিয়োজিত করেন।
একই গ্রামের বাসিন্দা ফটিকছড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘আমাদের ফটিকছড়ির জন্য এটি ইতিহাস হয়ে থাকবে। এলাকার মেয়ে নিউইয়র্কে থেকে আমাদের জন্য যে সুনাম কুড়িয়েছেন এটি অত্যন্ত আনন্দের। এজন্য আমি আনন্দিত এবং গর্বিত।’
উপজেলার নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌলাহ বলেন, ‘আমাদের মেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে প্রমাণ করেছে চেষ্টাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আমি আজ গৌরবান্বিত যে আমাদের পৌর এলাকার মেয়ে বিশ্বেও কাছে মাথা উচু করে দাঁড়িয়েছে। আমি তাঁর সাফল্য কামনা করছি।’
ব্যবসায়ী শম্ভু কুমার শীল বলেন, ‘তাঁর সাফল্যে আমরা সবাই আনন্দিত। তাঁকে অভিনন্দন জানাই।’
পূর্ব-ফরহাদাবাদ গ্রামের সমাজসেবক মুহাম্মদ আলমগীর আলম বলেন, ‘শাহানা সারা বিশ্বে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। ভবিষ্যতেও শাহানা এ ধারা অব্যাহত রাখবেন—এ প্রত্যাশা রইল।’
শাহানা বাবা মোহাম্মদ হানিফ মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে