নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। এতে ধানের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে চিন্তায় আছেন তাঁরা।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ২৫০ মেট্রিক টন। উপজেলায় চলতি বছরে ২৯ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সদরের বালাহৈর গ্রামের শিবলাল নামের এক কৃষকের এক বিঘা জমির ধান কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হয়েছে।
শিবলাল বলেন, এমনিতেই এ বছর যথেষ্ট বৃষ্টি না হওয়ায় পানি সেচ দিতে হয়েছে। তার ওপর কারেন্ট পোকার আক্রমণে ধান নষ্ট হয়েছে। এক বিঘা জমির ধান না পাওয়ায় শঙ্কায় আছেন তিনি।
ভাবিচা আমইল গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘কারেন্ট পোকার জন্য দিশেহারা হয়ে পড়েছি। তিনবার কারেন্ট পোকার জন্য রাসায়নিক বিষ ছিটিয়েছি। এ ছাড়া তরল বিষ চারবার দেওয়া হয়েছে। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রচারণা চালাচ্ছে। আমরা কোনো কিছু না বুঝেই প্রয়োগ করছি। এ বছরে বিষ আর সার প্রয়োগ করতেই প্রায় ৭ হাজার টাকা খরচ হয়ে গেছে। এখন খরচ কমানোর জন্য নিজে নিজেই বিষ প্রয়োগ করছি।’
একই গ্রামের ফইমুদ্দিন বলেন, কারেন্ট পোকার আক্রমণে প্রায় প্রতিটি মাঠেই দেখা যাচ্ছে। এ বছর খরচের পাল্লাও বেশি।
বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামের কৃষক আব্দুস সামাদ বলেন, তিনি এ বছর ২০ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। বৃষ্টির পরিমাণ কম হলেও ধানের ফলন বেশি হওয়ার আশায় ছিলেন। কিন্তু ৫ বিঘা পরিমাণ জমিতে রাতের মধ্যে কারেন্ট পোকা আক্রমণ করে। কীটনাশক ছিটিয়ে পোকার আক্রমণ থেকে কিছুটা রক্ষা করা সম্ভব হয়েছে। তাই ধানের ভালো ফলন পাওয়া নিয়ে তিনি চিন্তায় আছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমির আবদুল্লাহ মো. ওহেদুজ্জামান বলেন, গত কয়েক দিন আগে বৃষ্টি হওয়ায় কারেন্ট পোকার আক্রমণ কিছুটা কম দেখা গেছে। তা ছাড়া কিছু সচেতন কৃষক ছাড়া কারেন্ট পোকার কীটনাশক ব্যবহারে অজ্ঞতা রয়েছে। বিভিন্ন সময় তাঁদের সচেতন করলেও সঠিকভাবে তাঁরা কীটনাশক ছিটায় না। তাই সেসব কৃষকের জমিতে কারেন্ট পোকার আক্রমণ বাড়ছে।
নওগাঁর নিয়ামতপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। এতে ধানের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে চিন্তায় আছেন তাঁরা।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ২৫০ মেট্রিক টন। উপজেলায় চলতি বছরে ২৯ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সদরের বালাহৈর গ্রামের শিবলাল নামের এক কৃষকের এক বিঘা জমির ধান কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হয়েছে।
শিবলাল বলেন, এমনিতেই এ বছর যথেষ্ট বৃষ্টি না হওয়ায় পানি সেচ দিতে হয়েছে। তার ওপর কারেন্ট পোকার আক্রমণে ধান নষ্ট হয়েছে। এক বিঘা জমির ধান না পাওয়ায় শঙ্কায় আছেন তিনি।
ভাবিচা আমইল গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘কারেন্ট পোকার জন্য দিশেহারা হয়ে পড়েছি। তিনবার কারেন্ট পোকার জন্য রাসায়নিক বিষ ছিটিয়েছি। এ ছাড়া তরল বিষ চারবার দেওয়া হয়েছে। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রচারণা চালাচ্ছে। আমরা কোনো কিছু না বুঝেই প্রয়োগ করছি। এ বছরে বিষ আর সার প্রয়োগ করতেই প্রায় ৭ হাজার টাকা খরচ হয়ে গেছে। এখন খরচ কমানোর জন্য নিজে নিজেই বিষ প্রয়োগ করছি।’
একই গ্রামের ফইমুদ্দিন বলেন, কারেন্ট পোকার আক্রমণে প্রায় প্রতিটি মাঠেই দেখা যাচ্ছে। এ বছর খরচের পাল্লাও বেশি।
বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামের কৃষক আব্দুস সামাদ বলেন, তিনি এ বছর ২০ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। বৃষ্টির পরিমাণ কম হলেও ধানের ফলন বেশি হওয়ার আশায় ছিলেন। কিন্তু ৫ বিঘা পরিমাণ জমিতে রাতের মধ্যে কারেন্ট পোকা আক্রমণ করে। কীটনাশক ছিটিয়ে পোকার আক্রমণ থেকে কিছুটা রক্ষা করা সম্ভব হয়েছে। তাই ধানের ভালো ফলন পাওয়া নিয়ে তিনি চিন্তায় আছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমির আবদুল্লাহ মো. ওহেদুজ্জামান বলেন, গত কয়েক দিন আগে বৃষ্টি হওয়ায় কারেন্ট পোকার আক্রমণ কিছুটা কম দেখা গেছে। তা ছাড়া কিছু সচেতন কৃষক ছাড়া কারেন্ট পোকার কীটনাশক ব্যবহারে অজ্ঞতা রয়েছে। বিভিন্ন সময় তাঁদের সচেতন করলেও সঠিকভাবে তাঁরা কীটনাশক ছিটায় না। তাই সেসব কৃষকের জমিতে কারেন্ট পোকার আক্রমণ বাড়ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে