আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পঞ্চম দিনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতির কোনো হিসেব নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে।
স্কুল-কলেজ খোলার প্রথম দিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি গতকাল বৃহস্পতিবার ছিল ৮৭ শতাংশ। তবে বিদ্যালয়গুলোর ভেতরে স্বাস্থ্যবিধি ঠিক থাকলেও স্কুল কলেজে প্রবেশের সময় এবং ছুটির পর গেটের বাইরে হচ্ছে জটলা।
উপজেলা শিক্ষা কার্যালয় (প্রাথমিক) সূত্রে জানা গেছে, উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৭৩৬। প্রথম দিন উপস্থিতি ছিল ২৯৭৫ জন। উপস্থিতির হার ছিল ৮১। এ দিন ছাত্রের তুলনায় ছাত্রীর উপস্থিতি বেশি ছিল।
স্কুল খোলার দ্বিতীয় দিন ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। উপজেলায় উপস্থিতির হার ছিল প্রথম শিফটে ৮২। দ্বিতীয় শিফটে ছিল ৮৩ শতাংশ। তৃতীয় দিন প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৮৭। আর দ্বিতীয় শিফটে শিক্ষার্থীর উপস্থিতির ছিল ৫৭ শতাংশ। চতুর্থ দিন থেকে উপস্থিতির হার বাড়তে থাকে, এদিন এক শিফটে ক্লাস অনুষ্ঠিত হয়। উপজেলায় ১৮২৯ শিক্ষার্থী স্কুলে উপস্থিতি ছিল। এর হার ছিল ৮৭। পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবারও এক শিফটে ক্লাস অনুষ্ঠিত হয়। এ দিন উপজেলায় ১৮৩৭ জন শিক্ষার্থী উপস্থিতি ছিল। এর হারও ছিল ৮৭ শতাংশ।
এ দিকে উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির হার কেমন এই ধরনের কোনো তথ্য কার্যালয়ে নেই। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুর হোসেন বলেন, ‘বিদ্যালয় গুলোতে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চলছে। তবে কি পরিমাণ শিক্ষার্থী উপস্থিত হচ্ছে এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের অফিসে নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিতির বিষয়ের তথ্য ঢাকায় পাঠাচ্ছেন। কেউ না পাঠাতে পারলে তাঁদের আমরা সহযোগিতা করছি।’
জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পঞ্চম দিনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতির কোনো হিসেব নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে।
স্কুল-কলেজ খোলার প্রথম দিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি গতকাল বৃহস্পতিবার ছিল ৮৭ শতাংশ। তবে বিদ্যালয়গুলোর ভেতরে স্বাস্থ্যবিধি ঠিক থাকলেও স্কুল কলেজে প্রবেশের সময় এবং ছুটির পর গেটের বাইরে হচ্ছে জটলা।
উপজেলা শিক্ষা কার্যালয় (প্রাথমিক) সূত্রে জানা গেছে, উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৭৩৬। প্রথম দিন উপস্থিতি ছিল ২৯৭৫ জন। উপস্থিতির হার ছিল ৮১। এ দিন ছাত্রের তুলনায় ছাত্রীর উপস্থিতি বেশি ছিল।
স্কুল খোলার দ্বিতীয় দিন ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। উপজেলায় উপস্থিতির হার ছিল প্রথম শিফটে ৮২। দ্বিতীয় শিফটে ছিল ৮৩ শতাংশ। তৃতীয় দিন প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৮৭। আর দ্বিতীয় শিফটে শিক্ষার্থীর উপস্থিতির ছিল ৫৭ শতাংশ। চতুর্থ দিন থেকে উপস্থিতির হার বাড়তে থাকে, এদিন এক শিফটে ক্লাস অনুষ্ঠিত হয়। উপজেলায় ১৮২৯ শিক্ষার্থী স্কুলে উপস্থিতি ছিল। এর হার ছিল ৮৭। পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবারও এক শিফটে ক্লাস অনুষ্ঠিত হয়। এ দিন উপজেলায় ১৮৩৭ জন শিক্ষার্থী উপস্থিতি ছিল। এর হারও ছিল ৮৭ শতাংশ।
এ দিকে উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির হার কেমন এই ধরনের কোনো তথ্য কার্যালয়ে নেই। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুর হোসেন বলেন, ‘বিদ্যালয় গুলোতে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চলছে। তবে কি পরিমাণ শিক্ষার্থী উপস্থিত হচ্ছে এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের অফিসে নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিতির বিষয়ের তথ্য ঢাকায় পাঠাচ্ছেন। কেউ না পাঠাতে পারলে তাঁদের আমরা সহযোগিতা করছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে