আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় ভোটারেরা।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি-ধমকির বিষয়টি তিনি জেনেছেন। তবে লিখিত আকারে কেউ অভিযোগ দেননি।
আগামী ১১ নভেম্বর উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইউনিয়নগুলোর হাটবাজার, গ্রামের মোড় প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকে নির্বাচনের পরিবেশ ভালো থাকলেও দিন যত যাচ্ছে চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা একে অপরের কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন।
সোনামুখী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য প্রার্থী মাসুদ রানা বলেন, ‘আমাকেসহ আমার সমর্থকদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাগর চৌধুরী ও তাঁর লোকজন হুমকি দিচ্ছেন। আমি বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি।’
একই ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী সাগর চৌধুরী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ তাঁদের কোনো লোকজনকে হুমকি দেননি। পরাজয় নিশ্চিত জেনে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে তিলকপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বলেন, ‘নির্বাচনী মাঠে আমাকে কেউ হুমকি দিয়ে পার পাবে, সেই সাহস তিলকপুরে কেউ পাবে না। তবে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদানের ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি।’
একই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম মাহবুব সজল বলেন, ‘তিলকপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার চলছে। নির্বাচনের আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি। তবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন বলে তাঁরা আমাকে জানিয়েছেন। বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি। তিলকপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারেরা নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদী।’
সোনামুখী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদের প্রার্থী কামরুন নাহার বলেন, ‘আমাকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনা আক্তার তাঁর লোকজন দিয়ে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।’
তবে একই ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী শাহিনা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন অফিসে অভিযোগ দিইনি। কাউকে হুমকিও দিইনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘নির্বাচনী পরিবেশ সুন্দর রয়েছে। প্রত্যেক ইউনিয়নে পুলিশি টহল জোরদার রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীকে হুমকি বা হয়রানি করার বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, প্রতিদিনেই অনেক প্রার্থী মোবাইল ফোনে কল দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দেওয়া হুমকি ধামকির বিষয়ে অভিযোগ করছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেননি। তবে মৌখিক অভিযোগগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় ভোটারেরা।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি-ধমকির বিষয়টি তিনি জেনেছেন। তবে লিখিত আকারে কেউ অভিযোগ দেননি।
আগামী ১১ নভেম্বর উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইউনিয়নগুলোর হাটবাজার, গ্রামের মোড় প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকে নির্বাচনের পরিবেশ ভালো থাকলেও দিন যত যাচ্ছে চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা একে অপরের কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন।
সোনামুখী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য প্রার্থী মাসুদ রানা বলেন, ‘আমাকেসহ আমার সমর্থকদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাগর চৌধুরী ও তাঁর লোকজন হুমকি দিচ্ছেন। আমি বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি।’
একই ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী সাগর চৌধুরী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ তাঁদের কোনো লোকজনকে হুমকি দেননি। পরাজয় নিশ্চিত জেনে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে তিলকপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বলেন, ‘নির্বাচনী মাঠে আমাকে কেউ হুমকি দিয়ে পার পাবে, সেই সাহস তিলকপুরে কেউ পাবে না। তবে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদানের ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি।’
একই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম মাহবুব সজল বলেন, ‘তিলকপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার চলছে। নির্বাচনের আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি। তবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন বলে তাঁরা আমাকে জানিয়েছেন। বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি। তিলকপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারেরা নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদী।’
সোনামুখী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদের প্রার্থী কামরুন নাহার বলেন, ‘আমাকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনা আক্তার তাঁর লোকজন দিয়ে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।’
তবে একই ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী শাহিনা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন অফিসে অভিযোগ দিইনি। কাউকে হুমকিও দিইনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘নির্বাচনী পরিবেশ সুন্দর রয়েছে। প্রত্যেক ইউনিয়নে পুলিশি টহল জোরদার রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীকে হুমকি বা হয়রানি করার বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, প্রতিদিনেই অনেক প্রার্থী মোবাইল ফোনে কল দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দেওয়া হুমকি ধামকির বিষয়ে অভিযোগ করছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেননি। তবে মৌখিক অভিযোগগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে