পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য নির্ধারিত কোনো জায়গা নেই। শিশুদের মননশীলতা বিকাশে সুযোগ-সুবিধা না থাকায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরা।
উপজেলার বিভিন্ন চাকরিজীবী বাবা-মা সাপ্তাহিক ছুটিতে শিশুদের নিয়ে বেরোতে না পেরে বাড়িতেই সময় কাটাতে হচ্ছে। পাটগ্রাম পৌরসভা হলো প্রথম শ্রেণির, তাই উপজেলায় সরকারিভাবে শিশুদের জন্য একটি জায়গা নির্ধারণ করে তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে ছোট্ট শিশুদের বিনোদন ও মেধা বিকাশে নির্দিষ্ট শিশু উদ্যান বা পার্ক নির্মাণ করা হয়। বিনোদনের জন্য বেঞ্চ, খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম, দোলনা, চক্রাকার সিমেন্টের তৈরি রিং প্রভৃতি রাখা হয়। যেখানে বাড়ন্ত শিশুরা বিনা মূল্যে পার্ক বা উদ্যান ব্যবহার করে বিনোদনের সুযোগ পেয়ে থাকে। কিন্তু পাটগ্রাম উপজেলায় এ ধরনের কোনো স্থাপনা বা পার্ক গড়ে ওঠেনি।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে একটি শিশু উদ্যান দেখা গেলেও ওইটি সর্বস্তরের শিশুদের ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, ‘পাটগ্রাম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য কোনো স্থান বা জায়গা নেই। একটু সময় কাটানোর মতো পরিবেশ না পেয়ে শিশুদের নিয়ে বাড়িতে থাকতে হয়।’ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অন্যান্য আক্তার বলেন, ‘মা-বাবা আমাদের নিয়ে বেড়াতে যেতে পারে না। বলে ঘোরার জায়গা নেই।’
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘পাটগ্রাম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য নির্ধারিত জায়গা না থাকা অত্যন্ত দুঃখজনক।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য নির্ধারিত কোনো জায়গা নেই। শিশুদের মননশীলতা বিকাশে সুযোগ-সুবিধা না থাকায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরা।
উপজেলার বিভিন্ন চাকরিজীবী বাবা-মা সাপ্তাহিক ছুটিতে শিশুদের নিয়ে বেরোতে না পেরে বাড়িতেই সময় কাটাতে হচ্ছে। পাটগ্রাম পৌরসভা হলো প্রথম শ্রেণির, তাই উপজেলায় সরকারিভাবে শিশুদের জন্য একটি জায়গা নির্ধারণ করে তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে ছোট্ট শিশুদের বিনোদন ও মেধা বিকাশে নির্দিষ্ট শিশু উদ্যান বা পার্ক নির্মাণ করা হয়। বিনোদনের জন্য বেঞ্চ, খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম, দোলনা, চক্রাকার সিমেন্টের তৈরি রিং প্রভৃতি রাখা হয়। যেখানে বাড়ন্ত শিশুরা বিনা মূল্যে পার্ক বা উদ্যান ব্যবহার করে বিনোদনের সুযোগ পেয়ে থাকে। কিন্তু পাটগ্রাম উপজেলায় এ ধরনের কোনো স্থাপনা বা পার্ক গড়ে ওঠেনি।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে একটি শিশু উদ্যান দেখা গেলেও ওইটি সর্বস্তরের শিশুদের ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, ‘পাটগ্রাম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য কোনো স্থান বা জায়গা নেই। একটু সময় কাটানোর মতো পরিবেশ না পেয়ে শিশুদের নিয়ে বাড়িতে থাকতে হয়।’ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অন্যান্য আক্তার বলেন, ‘মা-বাবা আমাদের নিয়ে বেড়াতে যেতে পারে না। বলে ঘোরার জায়গা নেই।’
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘পাটগ্রাম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য নির্ধারিত জায়গা না থাকা অত্যন্ত দুঃখজনক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে