লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-ভোলা নৌপথে ফেরি সংকটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার মজুচৌধুরীরহাট ফেরিঘাটে দুই শতাধিক পণ্যবাহী গাড়ি আটকে ছিল। প্রায় ১৫ দিন ধরে এই সংকট চলছে।
নদীপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী যানবাহনগুলোকে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এই পথে চলাচলকারী চালক ও তাঁদের সহযোগীরা। তা ছাড়া পণ্যের মালিকদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গত ১৫ দিন ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাটে এই অবস্থা চলছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-ভোলা নৌপথে শুরু থেকে চারটি ফেরি দিয়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী যানসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন পারাপার করা হতো। কিছুদিন আগে একটি ফেরি বিকল হলে ফেরি সংখ্যা দাঁড়ায় তিনটিতে। কিন্তু গত কয়েক দিনে আরও একটি ফেরি বিকল হয়ে পড়ে। এখন দুটি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। নদীর গভীরতা কমে যাওয়ায় প্রায় সময়ই মেঘনা নদীর রহমতখালী চ্যানেলে ডুবোচরে ফেরি আটকা পড়ে। নদীতে ভাটার সময় প্রায়ই ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশার কারণেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নির্দিষ্ট সময়ে ঘাট থেকে ছেড়ে গেলেও কুয়াশার কারণে মাঝনদীতে আটকে থাকতে হয়।
এ নৌপথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যানবাহন চলাচল করে। রহমতখালী চ্যানেলের বিভিন্ন পয়েন্টে চর জেগে থাকায় নদীর গভীরতা কমে যাচ্ছে। গভীরতা বাড়াতে এ চ্যানেলে ড্রেজিং প্রকল্প চালু করা হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। ড্রেজিংয়ের মাটি নদীর কাছাকাছি ফেলার কারণে সেই মাটি আবার নদীতে গিয়ে পড়ছে। যে কারণে ড্রেজিং প্রকল্প চালু থাকলেও নদীর নাব্যতা বাড়ছে না।
মজুচৌধুরীরহাট ফেরিঘাটে অপেক্ষায় থাকা মালবাহী ট্রাকচালক রহিম উদ্দিন বলেন, এ রুটে ফেরি পার হতে চার-পাঁচ দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। একদিকে ফেরি কম, অন্যদিকে প্রায় সময়ই ঘণ্টার পর ঘণ্টা নদীতে ফেরি আটকে থাকে। এতে ট্রাকে থাকা কাঁচামাল সব নষ্ট হয়ে যায়। তাতে ভোগান্তির মধ্যে পড়তে হয়। শীতের মধ্যে থাকা-খাওয়ায় কষ্ট করতে হয়। টয়লেট সুবিধার অভাব থাকায়ও সমস্যা হচ্ছে। দ্রুত ফেরি সংকট দূর করার দাবি জানান তিনি।
লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, মাত্র দুটি ফেরি দিয়ে মালবাহী ও যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে। একটি ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। বাকি তিনটির মধ্যে কলমীলতা নামের ফেরিটি এক সপ্তাহ ধরে বিকল। সেটি মেরামত করে এক ট্রিপ চলার পর দুটি ইঞ্জিনের মধ্যে একটি আবারও বিকল হয়ে পড়ে।
রেজাউল করিম রাজু আরও বলেন, বর্তমানে কৃষাণী এবং কুসুমকলি ফেরি দুটি সচল রয়েছে। একটি ফেরি দিনে দুই ট্রিপ দিতে পারে। প্রতি ট্রিপে ৯-১০টি ট্রাক এবং ১০টি ছোট গাড়ি পারাপার করা যায়। আর যাত্রীবাহী বাস পারাপার করা যায় ৫-৬টি। প্রয়োজনের চেয়ে ফেরির সংখ্যা কম হওয়ায় দুই শতাধিক যানবাহন ফেরিঘাটে আটকা পড়ে আছে।
লক্ষ্মীপুর-ভোলা নৌপথে ফেরি সংকটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার মজুচৌধুরীরহাট ফেরিঘাটে দুই শতাধিক পণ্যবাহী গাড়ি আটকে ছিল। প্রায় ১৫ দিন ধরে এই সংকট চলছে।
নদীপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী যানবাহনগুলোকে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এই পথে চলাচলকারী চালক ও তাঁদের সহযোগীরা। তা ছাড়া পণ্যের মালিকদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গত ১৫ দিন ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাটে এই অবস্থা চলছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-ভোলা নৌপথে শুরু থেকে চারটি ফেরি দিয়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী যানসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন পারাপার করা হতো। কিছুদিন আগে একটি ফেরি বিকল হলে ফেরি সংখ্যা দাঁড়ায় তিনটিতে। কিন্তু গত কয়েক দিনে আরও একটি ফেরি বিকল হয়ে পড়ে। এখন দুটি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। নদীর গভীরতা কমে যাওয়ায় প্রায় সময়ই মেঘনা নদীর রহমতখালী চ্যানেলে ডুবোচরে ফেরি আটকা পড়ে। নদীতে ভাটার সময় প্রায়ই ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশার কারণেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নির্দিষ্ট সময়ে ঘাট থেকে ছেড়ে গেলেও কুয়াশার কারণে মাঝনদীতে আটকে থাকতে হয়।
এ নৌপথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যানবাহন চলাচল করে। রহমতখালী চ্যানেলের বিভিন্ন পয়েন্টে চর জেগে থাকায় নদীর গভীরতা কমে যাচ্ছে। গভীরতা বাড়াতে এ চ্যানেলে ড্রেজিং প্রকল্প চালু করা হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। ড্রেজিংয়ের মাটি নদীর কাছাকাছি ফেলার কারণে সেই মাটি আবার নদীতে গিয়ে পড়ছে। যে কারণে ড্রেজিং প্রকল্প চালু থাকলেও নদীর নাব্যতা বাড়ছে না।
মজুচৌধুরীরহাট ফেরিঘাটে অপেক্ষায় থাকা মালবাহী ট্রাকচালক রহিম উদ্দিন বলেন, এ রুটে ফেরি পার হতে চার-পাঁচ দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। একদিকে ফেরি কম, অন্যদিকে প্রায় সময়ই ঘণ্টার পর ঘণ্টা নদীতে ফেরি আটকে থাকে। এতে ট্রাকে থাকা কাঁচামাল সব নষ্ট হয়ে যায়। তাতে ভোগান্তির মধ্যে পড়তে হয়। শীতের মধ্যে থাকা-খাওয়ায় কষ্ট করতে হয়। টয়লেট সুবিধার অভাব থাকায়ও সমস্যা হচ্ছে। দ্রুত ফেরি সংকট দূর করার দাবি জানান তিনি।
লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, মাত্র দুটি ফেরি দিয়ে মালবাহী ও যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে। একটি ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। বাকি তিনটির মধ্যে কলমীলতা নামের ফেরিটি এক সপ্তাহ ধরে বিকল। সেটি মেরামত করে এক ট্রিপ চলার পর দুটি ইঞ্জিনের মধ্যে একটি আবারও বিকল হয়ে পড়ে।
রেজাউল করিম রাজু আরও বলেন, বর্তমানে কৃষাণী এবং কুসুমকলি ফেরি দুটি সচল রয়েছে। একটি ফেরি দিনে দুই ট্রিপ দিতে পারে। প্রতি ট্রিপে ৯-১০টি ট্রাক এবং ১০টি ছোট গাড়ি পারাপার করা যায়। আর যাত্রীবাহী বাস পারাপার করা যায় ৫-৬টি। প্রয়োজনের চেয়ে ফেরির সংখ্যা কম হওয়ায় দুই শতাধিক যানবাহন ফেরিঘাটে আটকা পড়ে আছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে