সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এই সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক, সিএনজি চালিত অটোরিকশা, পেট্রল পাম্প, ইটভাটায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ছাড়া আওনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীন (আনারস) অভিযোগ করেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তাঁকে বাড়িতে অবরুদ্ধ করে রেখে প্রচারণায় বাধা ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে আসছে। তাঁরা আনারসের নির্বাচনী অফিস দখল করে নিয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে আনারস প্রতীকের প্রচার মাইক জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় ভাঙচুর করে নৌকার সমর্থকেরা।
পরে তারা চান মিয়া ফিলিং স্টেশন, সিএনজি চালিত অটোরকিশা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বড় ভাইয়ের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন ও ইটভাটায় ভাঙচুর করে। একই সময় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুররে ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহানশাহ ও নূরে আলমকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন সংঘর্ষের সূত্রপাত করেছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ব্যাপারে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়ে থাকলে সেটা নৌকা প্রতীকের লোকজনই করে থাকতে পারে বলে তিনি জানান।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনর্চাজ (উপপরির্দশক) আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এই সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক, সিএনজি চালিত অটোরিকশা, পেট্রল পাম্প, ইটভাটায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ছাড়া আওনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীন (আনারস) অভিযোগ করেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তাঁকে বাড়িতে অবরুদ্ধ করে রেখে প্রচারণায় বাধা ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে আসছে। তাঁরা আনারসের নির্বাচনী অফিস দখল করে নিয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে আনারস প্রতীকের প্রচার মাইক জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় ভাঙচুর করে নৌকার সমর্থকেরা।
পরে তারা চান মিয়া ফিলিং স্টেশন, সিএনজি চালিত অটোরকিশা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বড় ভাইয়ের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন ও ইটভাটায় ভাঙচুর করে। একই সময় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুররে ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহানশাহ ও নূরে আলমকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন সংঘর্ষের সূত্রপাত করেছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ব্যাপারে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়ে থাকলে সেটা নৌকা প্রতীকের লোকজনই করে থাকতে পারে বলে তিনি জানান।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনর্চাজ (উপপরির্দশক) আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে